ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে পুতিনের ওপর ‘ভীষণ ক্ষুব্ধ’ ট্রাম্প

এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জেলেনস্কির বৈধতা নিয়ে পুতিনের সমালোচনার কঠোর নিন্দা জানান। এমনকি যুদ্ধবিরতিতে সম্মতি না দিলে রাশিয়ার জ্বালানি তেল কেনা দেশগুলোর ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারিও দেন তিনি।

ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে চলছে আলোচনা। তবে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অধীনে শান্তি আলোচনায় যেতে রাজি নন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর মতে, মেয়াদ শেষ হওয়ার পরও ক্ষমতায় থাকায় ইউক্রেনের বর্তমান সরকার অবৈধ। জেলেনস্কির বৈধতা নিয়ে এমন প্রশ্ন তোলায় পুতিনের ওপর ‘ভীষণ ক্ষুব্ধ’ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসি।

এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জেলেনস্কির বৈধতা নিয়ে পুতিনের সমালোচনার কঠোর নিন্দা জানান। এমনকি যুদ্ধবিরতিতে সম্মতি না দিলে রাশিয়ার জ্বালানি তেল কেনা দেশগুলোর ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারিও দেন তিনি।

ট্রাম্পের এমন মন্তব্য পুতিনের প্রতি তার আগের অবস্থান থেকে কিছুটা ভিন্ন। এর আগে গত ছয় সপ্তাহ ধরে তিনি প্রকাশ্যে জেলেনস্কিকে আক্রমণ করাসহ ইউক্রেনের কাছ থেকে বিভিন্ন ছাড় আদায়ের চেষ্টা করেছেন।

ট্রাম্প বলেন, ‘নতুন নেতৃত্ব আসলে চুক্তি সম্পন্ন করতেও বিলম্ব হবে। এক মাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি না হলে রাশিয়ার ওপর দ্বিতীয়বারের মত নতুন শুল্ক কার্যকর হবে।’

ট্রাম্পের সাক্ষাৎকার প্রকাশের পর জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘রাশিয়া এ যুদ্ধকে আরো দীর্ঘ করার অজুহাত খুঁজছে।’

তিনি আরো বলেন, ‘পুতিন ২০১৪ সাল থেকেই একই কৌশল অবলম্বন করে আসছেন। এটি সবার জন্য বিপজ্জনক। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও শান্তি প্রত্যাশী সকল বিশ্ব অংশীদারদের উচিত উপযুক্ত জবাব দেয়া।‘

এদিকে গত সপ্তাহে ইউক্রেনে জাতিসংঘ পরিচালিত একটি সরকার গঠনের সম্ভাবনার কথা উল্লেখ করেন পুতিন। তিনি জানান, এ সরকার গঠনের পর শান্তি আলোচনা শুরু হবে।

আরও