গাজায় ইসরায়েলি হামলায় দুই দিনে ১৫ শিশুসহ নিহত ৯২

খান ইউনিসে রাতে তাঁবু লক্ষ্য করে চালানো এক হামলায় নিহতদের মধ্যে অন্তত ১৫ জন শিশু রয়েছে। রাফায় এক হামলায় নিহত হয়েছেন এক মা ও তার মেয়ে, সঙ্গে আরো দুইজন।

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ১৭ থেকে ১৯ এপ্রিলের মধ্যে অন্তত ৯২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো অন্তত ২১৯ জন। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে বা এমন এলাকায় আটকা পড়েছেন, যেখানে পৌঁছাতে পারছে না উদ্ধারকারীরা। খবর আল জাজিরা।

খান ইউনিসে রাতে তাঁবু লক্ষ্য করে চালানো এক হামলায় নিহতদের মধ্যে অন্তত ১৫ জন শিশু রয়েছে। রাফায় এক হামলায় নিহত হয়েছেন এক মা ও তার মেয়ে, সঙ্গে আরো দুইজন। তাদের মরদেহ নেয়া হয় ইউরোপিয়ান হাসপাতালে।

ইসরায়েল ১৮ মার্চ থেকে সামরিক অভিযান পুনরায় শুরু করে এবং গাজা সীমান্তে ‘নিরাপত্তা অঞ্চল’ প্রতিষ্ঠার ঘোষণা দেয়। একই সঙ্গে ৬ সপ্তাহ ধরে খাদ্য, জ্বালানি ও ত্রাণ প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে, যা আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশনারও লঙ্ঘন। সাহায্য সংস্থাগুলো জানিয়েছে, গাজায় খাদ্য সংকট চরমে। শিশুদের অনেকে দিনে একবেলার খাবারও পাচ্ছে না।

ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত হিসেবে হামাসকে নিরস্ত্রীকরণের দাবি জানালেও হামাস তা প্রত্যাখ্যান করেছে।

গাজায় এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৫১ হাজার ৬৫ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৫০৫ জন।

গাজা থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজযুম বলেন, ‘মানুষ ক্লান্ত, আতঙ্কিত এবং ভবিষ্যৎ নিয়ে হতাশ। রাতে ঘুমের সময়টাই এখন সবচেয়ে ভয়ংকর।‘

আরও