হামাস

নেতানিয়াহু ও তার ‘চরমপন্থী সরকার’ যুদ্ধবিরতি বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে

এক বিবৃতিতে হামাস বলেছে, নেতানিয়াহু ও তার চরমপন্থী সরকার যুদ্ধবিরতি চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে, যা গাজার বন্দিদের এক অনিশ্চিত পরিণতির দিকে ঠেলে দিচ্ছে।

গাজার অবরুদ্ধ ও নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর ‘প্রতারণামূলক’ হামলার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ‘নাজি-জায়োনিস্ট দখলদার বাহিনী’ দায়ী বলে মন্তব্য করেছে ফিলিস্তিনপন্থী সশস্ত্র সংগঠন হামাস। এসব হামলায় ১০০ জনেরও বেশি নিহত হয়েছে বলে জানা গেছে। খবর আল জাজিরা।

মঙ্গলবার (১৮ মার্চ) এক বিবৃতিতে হামাস বলেছে, নেতানিয়াহু ও তার চরমপন্থী সরকার যুদ্ধবিরতি চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে, যা গাজার বন্দিদের এক অনিশ্চিত পরিণতির দিকে ঠেলে দিচ্ছে।

হামাস যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা ইসরায়েলকে দায়ী করে। এছাড়া, তারা আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থাকে (ওআইসি) গাজার ওপর আরোপিত ‘অন্যায় অবরোধ’ ভাঙতে ফিলিস্তিনিদের সমর্থন দেয়ার আহ্বান জানিয়েছে।

হামাস জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠক ডাকতে এবং ইসরায়েলের ‘আগ্রাসন বন্ধে’ একটি বাধ্যতামূলক প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছে।

আরও