অ্যান্টার্কটিকায় 'বিলাসী' ভ্রমণে গিয়ে বরখাস্ত ইরানের ভাইস প্রেসিডেন্ট

পেজেশকিয়ান আরো বলেন, ডাবিরির কার্যক্রম সাদাসিধে জীবনযাপনের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক। সকল সরকারি কর্মকর্তাদের সাধারণ জীবনযাপন অনুসরণ করা উচিত, বিশেষ করে অর্থনৈতিক চ্যালেঞ্জের সময়ে।

অ্যান্টার্কটিকায় ‘অতিশয় বিলাসী’ সফরের জন্য বরখাস্ত হয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট শাহরাম ডাবিরি। শনিবার (৫ এপ্রিল) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পার্লামেন্ট বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হিসেবে ডাবিরির পদত্যাগের নির্দেশ দেন এবং সফরটিকে 'অতিরিক্ত' এবং 'অজুহাতহীন' বলে আখ্যা দিয়েছেন। খবর সিএনএন।

পেজেশকিয়ান লিখেছেন, যে সরকার প্রথম শিয়া ইমাম (ইমাম আলী)-এর মূল্যবোধ অনুসরণ করতে চায় এবং যেখানে আমাদের জনগণের ওপর ব্যাপক আর্থিক চাপ রয়েছে, সেখানে সরকারি কর্মকর্তাদের বিলাসী ভ্রমণ, এমনকি যদি তা ব্যক্তিগত অর্থে পরিচালিত হয়, তবুও তা অজুহাতযোগ্য নয়।

ডাবিরি তার ভুল অস্বীকার করলেও প্রেসিডেন্টের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।

পেজেশকিয়ান আরো বলেন, ডাবিরির কার্যক্রম সাদাসিধে জীবনযাপনের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক। সকল সরকারি কর্মকর্তাদের সাধারণ জীবনযাপন অনুসরণ করা উচিত, বিশেষ করে অর্থনৈতিক চ্যালেঞ্জের সময়ে।

ইরানের অর্থনীতি গত কয়েক বছর ধরে মার্কিন নিষেধাজ্ঞার কারণে চাপে পড়েছে। তেহরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে এ নিষেধাজ্ঞা আরোপিত হয়েছিল।

বম্বাস্ট ডটকমের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ইরানি মুদ্রা রিয়াল মার্কিন ডলারের বিপরীতে ১০৩,৯০০০ রিয়ালে পৌঁছেছে, যা রেকর্ড সর্বনিম্ন।

আরও