মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যদি কিয়েভ ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দেয় তবে কুরস্ক অঞ্চলে তাদের জীবন রক্ষা করা হবে। খবর রয়টার্স।
ইউক্রেনীয় সেনারা সেখানে ঘেরাও হয়ে পড়েছে বলে দাবি করেছে রাশিয়া। কিন্তু ইউক্রেন এটিকে ‘রুশ মিথ্যাচার’ বলে উড়িয়ে দিয়েছে। তবে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন যে, পরিস্থিতি খুবই কঠিন।
ট্রাম্প সামাজিকমাধ্যমে দেয়া এক পোস্টে লেখেন, আমি প্রেসিডেন্ট পুতিনকে অনুরোধ করেছি যেন ইউক্রেনীয়দের জীবন রক্ষা করা হয়। তা নাহলে এটি হবে এক ভয়াবহ গণহত্যা— যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা যায়নি।
পুতিন বলেছেন, যদি ইউক্রেনীয় সেনারা অস্ত্র ফেলে আত্মসমর্পণ করে, তবে তাদের আন্তর্জাতিক আইন ও রাশিয়ার নিয়ম অনুযায়ী সম্মানজনকভাবে রাখা হবে। তবে তিনি বলেন, এটি কার্যকর করতে কিয়েভের নির্দেশ প্রয়োজন।
এদিকে, রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ না করলে তাদের সবাইকে পরিকল্পিত ও নির্মমভাবে ধ্বংস করা হবে।
গত আগস্টে ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলের কিছু অংশ দখল করার পর থেকে এলাকাটি সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে আছে। বর্তমানে রাশিয়া সেখানে ইউক্রেনীয় সেনাদের নির্মূলের চেষ্টা করছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির জন্য রাশিয়াকে চাপ দিচ্ছে।