৫ লাখ সেনা দরকার ইউক্রেনের

অতিরিক্ত ৫ লাখ সেনা সদস্য চায় ইউক্রেনের সামরিক বাহিনী। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ ঘোষণা দেয়। খবর বিবিসি।

অতিরিক্ত ৫ লাখ সেনা সদস্য চায় ইউক্রেনের সামরিক বাহিনী। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ ঘোষণা দেয়। খবর বিবিসি।

কিয়েভে একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার কমান্ডাররা সাড়ে ৪ লাখ থেকে ৫ লাখ সেনা খুঁজছে। যদিও তিনি স্বীকার করেন যে এটি তাদের জন্য অত্যন্ত ব্যয়বহুল।

তিনি ইঙ্গিত দেন যে তাদের কাছে আরো ৫ লাখ সেনা রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন(ইইউ) থেকে সাহায্য বাধা পাওয়ার পর তার এ মন্তব্য আসে।

মার্কিন কংগ্রেসে রিপাবলিকানরা এই মাসের শুরুতে ইউক্রেনের জন্য ৬ হাজার কোটি ডলারের সামরিক প্যাকেজ অবরুদ্ধ করে। এই সপ্তাহে, হোয়াইট হাউস ওস্টেট ডিপার্টমেন্ট উভয়ের প্রতিনিধিরা জানান যে, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে আরো একটি সামরিক সহায়তা প্যাকেজ পাঠানোর পরিকল্পনা করছে।

গত সপ্তাহে ইইউর পাঁচ হাজার ৫০০ কোটি ডলার আর্থিক সহায়তা চুক্তিতে হাঙ্গেরি বাধা দেয়। এরপর আমেরিকাও নিজেদের সহায়তা পাঠায়নি। ইইউ নেতারা অবশ্য বলেছেন, ইউক্রেনকে সমর্থন দেয়া হবে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কোর আক্রমণের পর সম্প্রতি ইউক্রেন গোলাবারুদের ঘাটতির সম্মুখীন হচ্ছে।

অপরদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সপ্তাহে জানান মস্কো তার আক্রমণ চালিয়ে যাবে এবং তারা জীবনে তাদের লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরো জানান, বর্তমানে ৬ লাখ ১৭হাজার রাশিয়ান সেনা এ যুদ্ধে অংশ নিচ্ছে।  

আরও