বুসানে পরমাণবিক সাবমেরিন পাঠাল যুক্তরাষ্ট্র

দক্ষিণ কোরিয়ার পৌঁছেছে পরমাণু চালিত আরেকটি মার্কিন সাবমেরিন। আজ রোববার (১৭ ডিসেম্বর) দেশটির বন্দর শহর বুসানে জাহাজটি নোঙর করে। দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর বরাতে এ তথ্য জানা গেছে

দক্ষিণ কোরিয়ার পৌঁছেছে পরমাণু চালিত আরেকটি মার্কিন সাবমেরিন। আজ রোববার (১৭ ডিসেম্বর) দেশটির বন্দর শহর বুসানে জাহাজটি নোঙর করে। দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর বরাতে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্স।

ডুবোজাহাজটির নাম ইউএসএস মৌসোরি, এটি এসএসএন-৭৮০ নামেও পরিচিত। এর আগে শুক্রবার দ্বিতীয়বারের মতো পারমাণবিক হুমকি ও অন্যান্য বিষয়ে ওয়াশিংটনে বৈঠক করে দেশ দুটি।

বৈঠক থেকে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের বিরুদ্ধে উত্তর কোরিয়ার কোনো ধরনের পারমাণবিক হামলা গ্রাহ্য করা হবে না। এ ধরনের কিছু ঘটলে কিম জং উনের শাসনের অবসান ঘটবে।

সিউলের এক সিনিয়র কর্মকর্তা সম্প্রতি জানান, চলতি মাসেই উত্তর কোরিয়া একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে পারে।

দক্ষিণ কোরিয়ার উপকূলে মার্কিন পারমাণবিক সাবমেরিনের নোঙর এক সময় বিরল ঘটনা ছিল। তবে সিউল ও ওয়াশিংটনের সাম্প্রতিক চুক্তির পর এ ধরনের পরিদর্শন বেড়েছে। যার পেছনে রয়েছে প্রতিবেশী পিয়ংইয়ংয়ের নতুন নতুন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি।

এর আগে নভেম্বরে দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের এক বন্দরে প্রবেশ করে মার্কিন পরমাণু চালিত সাবমেরিন ইউএসএস সান্তা ফে। একই মাসে বুসান বন্দরে ভেড়ে বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন। 

আরও