গাজায় নিহত আরো ৭০, তীব্র যুদ্ধের হুঁশিয়ারি নেতানিয়াহুর

বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন যে, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ‘তীব্র যুদ্ধের’ পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে আরো ‘বৃহত্তর ও শক্তিশালী ফ্রন্টে’ লড়াই চালানোর সম্ভাবনা রয়েছে।

গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হত্যাযজ্ঞ ক্রমেই বাড়ছে। বেশি জায়গাজুড়ে আক্রমণ আরো তীব্র হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (১৯ মার্চ) ইসরায়েলি হামলায় গাজার বিভিন্ন স্থানে প্রায় ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি স্থলবাহিনীও হামলায় যোগ দিয়েছে। খবর আল জাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, মঙ্গলবার যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৪৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ১৮৩ জন শিশু।

বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন যে, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ‘তীব্র যুদ্ধের’ পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে আরো ‘বৃহত্তর ও শক্তিশালী ফ্রন্টে’ লড়াই চালানোর সম্ভাবনা রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের চলমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৪৯ হাজার ৫৪৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১২ হাজার ৭১৯ জন আহত হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস নিহতের সংখ্যা সংশোধন করে জানিয়েছে যে, মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০-এর বেশি এবং ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া হাজারো ফিলিস্তিনিকে মৃত বলে ধারণা করা হচ্ছে।

আরও