ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

দক্ষিণ গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের আচরণের সমালোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে এবং হতাহত এড়াতে ইসরায়েল সরকার কথা দিয়েছিল। কিন্তু তাদের আচরণের সঙ্গে এর অনেক ফারাক রয়েছে। খবর রয়টার্স।

দক্ষিণ গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের আচরণের সমালোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।  তিনি বলেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে এবং হতাহত এড়াতে ইসরায়েল সরকার কথা দিয়েছিল। কিন্তু তাদের আচরণের সঙ্গে এর অনেক ফারাক রয়েছে। খবর রয়টার্স।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুনের সঙ্গে বৈঠক শেষে ব্লিঙ্কেন এক সংবাদ সম্মেলনে বলেন, প্রায় এক সপ্তাহ ধরে দক্ষিণ গাজায় চালানো অভিযানে বেসামরিক মানুষের সুরক্ষায় ইসরায়েলের পদক্ষেপ নেওয়াটা অপরিহার্য। 

তবে ইসরায়েল প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবস্থা না নেওয়ায় ব্লিঙ্কেন হতাশা প্রকাশ করে বলেন, বেসামরিক নাগরিকদের রক্ষা করতে ইসরায়েলের পরিকল্পনা এবং যুদ্ধক্ষেত্রে যে চিত্র দেখা যাচ্ছে, তাতে বেশ ফারাক থেকে যাচ্ছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের কাঁটাতারের বেড়া অতিক্রম করে হামলা করে হামাস যোদ্ধারা। সরকারী পরিসংখ্যান অনুসারে ওই দিন এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছেন। এরপরই পাল্টা হামলা চালায় ইসরায়েল। গাজায় দুই মাস ধরে চলমান ইসরায়েলি নির্বিচার হামলায় নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। যাদের বেশির ভাগই নারী ও শিশু। 

আরও