ইউক্রেনে রুশ বিমান হামলায় নিহত ৩১

রুশ বিমান হামলায় ইউক্রেনের বিভিন্ন এলাকায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩১ জন বেসামরিক বাসিন্দা। গতকাল শুক্রবারের (২৯ ডিসেম্বর) এ হামলায় আহত হয়েছেন অন্তত ১৬০ জন। এছাড়া বেশকিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে

রুশ বিমান হামলায় ইউক্রেনের বিভিন্ন এলাকায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩১ জন বেসামরিক বাসিন্দা। গতকাল শুক্রবারের (২৯ ডিসেম্বর) এ হামলায় আহত হয়েছেন অন্তত ১৬০ জন। এছাড়া বেশকিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর রয়টার্স।

ইউক্রেনের সামরিক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী কিয়েভের একটি গুদাম ও বেশ কয়েকটি আবাসিক ভবনে হামলা চালায় মস্কো। এতে নয়জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন।

মস্কোর ছোড়া ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশসীমায় প্রায় ৪০ কিলোমিটার পথ অতিক্রম করে দুই-তিন মিনিটের মধ্যে ইউক্রেনের ভূখণ্ডে আঘাত হানে। নিজেদের আকাশসীমা ব্যবহার করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই অভিযোগ অস্বীকার করেছে মস্কো। রাশিয়ার চার্জ ডি অ্যাফেয়ার্স বলেছেন পোল্যান্ডের আকাশসীমা ব্যবহারের কোনো প্রমাণ নেই।

পশ্চিমা মিত্রদের সহায়তা বিষয়ে অনিশ্চয়তার মাঝেও ক্রেমলিনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রে কুলেবা জানিয়েছেন, এ সময় মস্কোর হামলা এটাই প্রমাণ করে যে তাদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই।

তিনি আরো জানান, গতকাল বাসিন্দাদের বোমা বিস্ফোরণের বিকট শব্দে ইউক্রেনের লাখ লাখ ঘুম ভেঙেছে। আমি চাই এই শব্দ যেন সারা বিশ্ব শুনতে পায়।

এসময় মিত্রদের দীর্ঘমেয়াদি সহায়তা পাঠানোর আহ্বান জানান দিমিত্রি কুলেবা।

রাশিয়ার গতকালের এ হামলায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। পরিষদের এক বৈঠকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য মস্কোর হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

আরও