প্যারিসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা উদ্ধার

এইচ লাইন নামক একটি ট্রেন লাইন তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, গ্যারে ডু নর্ড স্টেশনের কাছে কাজ চলাকালীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বোম খুঁজে পাওয়া গেছে। তাই এ স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। প্যারিস পুলিশের অনুরোধে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

প্যারিসের প্রধান রেলস্টেশন গ্যারে ডু নর্ডের কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি অবিস্ফোরিত বোমা খুঁজে পাওয়া গেছে। এতে ব্যাহত হয়েছে সেখানকার ট্রেন চলাচল।

শুক্রবার (৭ মার্চ) সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ আছে বলে জানায় ফরাসি রেল কর্তৃপক্ষ। খবর রয়টার্স

এতে করে স্থানীয় মেট্রো লাইন, কমিউটার ট্রেন এবং জাতীয় ও আন্তর্জাতিক ট্রেন চলাচল, এমনকি ইউরোস্টার পরিষেবাও প্রভাবিত হয়েছে।

এইচ লাইন নামক একটি ট্রেন লাইন তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, গ্যারে ডু নর্ড স্টেশনের কাছে কাজ চলাকালীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বোমা খুঁজে পাওয়া গেছে। তাই এ স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। প্যারিস পুলিশের অনুরোধে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

বোমাটি রেলস্টেশন থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে, রেললাইনের মাঝখানে পাওয়া গেছে। নিষ্ক্রিয় কাজ শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। তবে ফরাসি পুলিশ এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

গ্যারে ডু নর্ড বিশ্বের তৃতীয় ব্যস্ততম রেলস্টেশন। এটি উত্তর ফ্রান্স, লন্ডন, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসের সঙ্গে ট্রেন সংযোগ স্থাপন করে। ইউরোস্টারের ওয়েবসাইট অনুযায়ী, শুক্রবার সকালে গ্যারে ডু নর্ড থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল এমন চারটি ট্রেন বাতিল করা হয়েছে এবং যাত্রীদের তাদের ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করার পরামর্শ দেয়া হয়েছে। ইউরোস্টার কর্তৃপক্ষও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

আরও