একদিনে ২৬ মৃত্যু

গাজা এখন ‘মৃত্যু উপত্যকা’, বললেন জাতিসংঘ মহাসচিব

তিনি বলেন, মানবিক সাহায্য বন্ধ হয়ে যাওয়ার পর যেন বিভীষিকার দরজা আবার খুলে গেছে। গাজা এখন এক মৃত্যু উপত্যকা—এবং সাধারণ মানুষ এক অন্তহীন মৃত্যুচক্রে আটকে পড়েছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজাকে ‘মৃত্যু উপত্যকা’ হিসেবে আখ্যা দিয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) ভোর থেকে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় অন্তত ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আল জাজিরা।

আন্তোনিও গুতেরেস বলেছেন, ইসরায়েলি বাহিনী এখনো গাজার গুরুত্বপূর্ণ সীমান্ত পারাপারগুলো বন্ধ করে রেখেছে। ফলে খাদ্য, চিকিৎসা সরঞ্জাম এবং জ্বালানিসহ সব ধরনের জরুরি সহায়তা প্রবেশ করতে পারছে না।

তিনি বলেন, মানবিক সাহায্য বন্ধ হয়ে যাওয়ার পর যেন বিভীষিকার দরজা আবার খুলে গেছে। গাজা এখন এক মৃত্যু উপত্যকা—এবং সাধারণ মানুষ এক অন্তহীন মৃত্যুচক্রে আটকে পড়েছে।

এদিকে, ইসরায়েলি পুলিশ ও কর্মকর্তারা পূর্ব জেরুজালেমে অবস্থিত জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ-এর সঙ্গে সংশ্লিষ্ট ছয়টি স্কুল বন্ধ করে দিয়েছে এবং সেগুলোর কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছে।

অন্যদিকে, মার্কিন বাহিনী ইয়েমেনে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। হোদেইদাহ শহরে এক হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে। একই সঙ্গে ইসরায়েলি বাহিনী লেবাননের বালবেক ও বেকা উপত্যকায়ও বিমান হামলা চালিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের চলমান যুদ্ধের ফলে এখন পর্যন্ত কমপক্ষে ৫০ হাজার ৮১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১ লাখ ১৫ হাজার ৬৮৮ জন। গাজার সরকার পরিচালিত মিডিয়া অফিসের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। তারা আরো জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনো হাজারো মানুষ চাপা পড়ে আছেন, যাদের অনেকেই নিখোঁজ বা মৃত বলে ধারণা করা হচ্ছে।

এই মানবিক বিপর্যয় বন্ধে আন্তর্জাতিক মহলের কার্যকর উদ্যোগ এখন জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও