প্রথম দিনেই সুনাকের রুয়ান্ডা পরিকল্পনা বাতিল করলেন স্টারমার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাকের রুয়ান্ডা পরিকল্পনা বাতিল করলেন কিয়ার স্টারমার।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাকের রুয়ান্ডা পরিকল্পনা বাতিল করলেন কিয়ার স্টারমার। অভিবাসনপ্রত্যাশীদের রুয়ান্ডায় পাঠানোর যে নীতি গ্রহণ করেছিল ঋষি সুনাকের কনজারভেটিভ সরকার, সে নীতি কার্যকর হবে না বলে মন্তব্য করেন স্টারমার। খবর বিবিসি ও আল জাজিরা।

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর শনিবার (৬ জুলাই) সংবাদ সম্মেলনে নতুন প্রধানমন্ত্রী বলেন, শুরু হওয়ার আগেই রুয়ান্ডা পরিকল্পনার মৃত্যু ও সমাধি হয়েছে। অভিবাসনপ্রত্যাশীদের ঠেকাতে কখনোই যা প্রতিবন্ধক হিসেবে কাজ করবে না তেমন একটি অকার্যকর কৌশলকে আমি কখনোই রাখব না। পরিকল্পনাটিকে আমরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সমস্যাহিসেবে বিবেচনা করছি।

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বলেছেন, যেসব গ্যাং সদস্য ছোট নৌকায় করে ঝুঁকিপূর্ণ উপায়ে অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপ ও ব্রিটেনে নিয়ে আসে তারা জানে যে অভিবাসনপ্রত্যাশীদের রুয়ান্ডায় পাঠানোর সম্ভাবনা মাত্র ১ শতাংশ। তাই ঝুঁকিপূর্ণ উপায়ে ইউরোপে নিয়ে আসা অব্যাহত থাকবে। রুয়ান্ডা পরিকল্পনা তাই কার্যকর হওয়ার সম্ভাবনা নেই।

রুয়ান্ডাকে একটি নিরাপদ তৃতীয় দেশ হিসেবে ঘোষণা করে যুক্তরাজ্যের পার্লামেন্ট এ বছরের এপ্রিল মাসে বিতর্কিত রুয়ান্ডা পরিকল্পনা অনুমোদন করেছিল। এর আগে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট মানবাধিকারের ভিত্তিতে প্রকল্পটিকে বেআইনি বলে রায় দেয়। তৎকালীন প্রধানমন্ত্রী ঋষি সুনাক ছোট নৌকায় অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের যুক্তরাজ্যে আগমন বন্ধের প্রতিশ্রুতি দিয়ে পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য চাপ দিয়েছিলেন।

এরপর যুক্তরাজ্য কর্তৃপক্ষ মে মাসে আশ্রয়প্রার্থীদের আটক করা শুরু করে। মানবাধিকার কর্মী ও ঋষি সুনাকের সমালোচকরা অমানবিক বলে আখ্যা দিয়ে পরিকল্পনাটি বাতিলের দাবি জানিয়ে আসছিল।

আরও