লোকসভায় রাসায়নিক ছড়ানোর ঘটনায় যা জানা গেল

ভারতের লোকসভায় অধিবেশন চলাকালে পার্লামেন্টের দর্শক সারি থেকে ঝাঁপিয়ে পড়ে দুই যুবক। তারপর জুতা ভেতর রাখা রাসায়নিক স্প্রে ছড়িয়ে দেয়। এতে চারদিক ছেয়ে যায় ধোঁয়ায়। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ

ভারতে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। সংসদের শীতকালীন অধিবেশনের অষ্টম দিনে দুই আগন্তুক অনুপ্রবেশ করে তাণ্ডব চালিয়েছে। তারা আচমকাই দর্শক গ্যালারি থেকে কক্ষে ঝাঁপিয়ে পড়ে রঙিন গ্যাস ছড়িয়েছে। এতে চারদিক ছেয়ে যায় ধোঁয়ায়। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবারের (১৩ ডিসেম্বর) এ ঘটনায় নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার হওয়া চারজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ছাড়াও সন্ত্রাসবিরোধী আইন, বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের (ইউএপিএ) অধীনে অভিযোগ আনা হয়েছে। 

এনডিটিভি এক প্রতিবেদনে এ ঘটনার সঙ্গে সম্পর্কিত ১১টি তথ্য তুলে ধরে-

১. গ্রেফতারদের অন্যতম সাগর শর্মা ও ডি মনোরঞ্জন লোকসভার ভেতরে হলুদ ধোঁয়া ছড়ানোর জন্য ক্যানিস্টার নিয়ে সংসদের ভিততে প্রবেশ করে। বাকি দুজন নীলম দেবী ও অমল শিন্ডে সংসদের বাইরে লাল ও হলুদ ক্যানিস্টার ফাটায়।

২. অন্য অভিযুক্ত ললিত ঝাঁ ও ভিকি শর্মা গুরগাঁওয়ের বাসিন্দা। ললিত লোকসভার বাইরে অন্য অভিযুক্তদের ক্যানিস্টার স্থাপনের ভিডিও ও তাদের মোবাইল নিয়ে পালিয়ে যায়। তিনি পলাতক রয়েছেন। ভিকি শর্মা অন্য অভিযুক্তদের আশ্রয় দিয়েছিলেন বলে অভিযোগ। তাকে ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।

৪. দিল্লি পুলিশের সর্বশেষ তদন্তে জানা গেছে, অভিযুক্তরা ভগৎ সিং ফ্যান ক্লাব নামে একটি সোশ্যাল মিডিয়া গ্রুপের সঙ্গে যুক্ত।

৫. অভিযুক্তরা প্রায় দেড় বছর আগে দেখা করেছিলেন এবং কীভাবে পরিকল্পনাটি করতে হবে তা নিয়ে আলোচনা করেছিলেন। প্রায় নয় মাস আগে চন্ডিগড় বিমানবন্দরের কাছে কৃষকদের বিক্ষোভে তারা আরেকটি বৈঠক করে।

৬. সূত্র মতে, সাগর শর্মা  জুলাই মাসে লাখনৌ থেকে দিল্লি এসেছিলেন। তখন তিনি সংসদে প্রবেশ করতে পারেননি। গতকালের পরিকল্পনা বাস্তবায়নের জন্য অভিযুক্তরা ১০ ডিসেম্বর দিল্লি পৌঁছান এবং তারা গুরুগ্রামে ভিকির বাড়িতে আশ্রয় নেন।

৭. অমল শিন্ডে মহারাষ্ট্রের নিজ শহর থেকে ধোঁয়ার ক্যানিস্টার নিয়ে এসেছিলেন। গতকাল ইন্ডিয়া গেটে এক বৈঠকে দলের সদস্যদের মধ্যে ক্যানিস্টার দেয়া হয়।

৮. ছয়জনই সংসদের ভেতরে যেতে চেয়েছিলেন, কিন্তু শুধুমাত্র সাগর শর্মা ও মনোরঞ্জনই পাস পান। গতকাল দুপুরে সংসদে প্রবেশ করেন তারা।

৯. গতকাল অধিবেশন চলাকালে প্রথমে সাগর শর্মা দর্শকদের গ্যালারি থেকে লাফ দিয়ে চেম্বারে প্রবেশ করেন। তিনি একটি হলুদ ধোঁয়ার ক্যানিস্টার খুলে সংসদ সদস্যদের বসার ডেস্কে ঝাঁপিয়ে পড়েন। সদস্যরা তাকে আটকানোর চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে মনোরঞ্জন একটি ধোঁয়ার ক্যানিস্টার খোলেন। এর আগে লোকসভার বাইরে নীলম ও অমল ক্যানিস্টার খুলেন এবং ‘স্বৈরাচারের’ বিরুদ্ধে স্লোগান দেন ।

১০. দিল্লি পুলিশের সন্ত্রাসবিরোধী সেল অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে। লোকসভার স্পিকার ওম বিড়লা সাংসদদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন এবং জানান যে, এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। এর আগে ২০০১ সালের একই দিনে ভারতের সংসদ বোমা হামলার চালানো হয়।

১১. অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, শত্রুতা প্রচার করা ও সরকারী কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা দেয়ার চেষ্টার অভিযোগ করেছে আইপিসি।

আরও