জার্মানির মানহাইম শহরের পশ্চিমাঞ্চলে সোমবার (৩ মার্চ) প্রচণ্ড গতির একটি গাড়ি জমায়েতের মধ্যে ওঠে পড়ে। ঘটনায় দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খবর ডয়চে ভেলে।
জার্মানিতে কার্নিভাল চলছে। এ কারণে রাইনল্যান্ড অঞ্চলের বিভিন্ন শহরে শহরবাসীরা প্যারেডের আয়োজন করে। মানহাইমের সংবাদমাধ্যম মানহাইম২৪ নিউজের ওয়েবসাইটে পরিবেশিত খবর অনুযায়ী, একটি কালো রঙের গাড়ি (এসইউভি) উচ্চগতিতে কার্নিভাল উপলক্ষে আয়োজিত মেলার পাশের জমায়েতের উপর তুলে দেয়।
নিহত দুইজন হচ্ছেন— ৮৩ বছর বয়সী এক নারী এবং ৫৪ বছর বয়সী এক পুরুষ। এ ঘটনায় ৫ জন গুরুতর আহত হয়েছেন এবং চোট পেয়েছেন আরো ৫ জন।
এটি কোনো পরিকল্পিত হামলা কি না তা তৎক্ষণাৎ নিশ্চিত করেনি পুলিশ।
নগর কর্তৃপক্ষ কাটওয়ার্ন অ্যাপের মাধ্যমে শহরের বাসিন্দাদের মানহাইমের কেন্দ্রস্থল এড়িয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে।
এদিকে, জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজারের নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের কোলন শহরের কার্নিভাল প্যারেডে অংশ নেবার কথা ছিল। তিনি তা বাতিল করেছেন বলে মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন।
এক সপ্তাহ আগে মিউনিখে গাড়ি হামলায় দুইজন মারা যান।