ট্রাম্পের ক্ষোভ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার দাবি রাশিয়ার

সোমবার সাংবাদিকদের সঙ্গে এক সম্মেলনে পেসকভ দাবি করেন, এনবিসির সাক্ষাৎকারের কিছু বক্তব্য ‘ভুলভাবে ব্যাখ্যা’ করা হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ প্রকাশ করার পর রাশিয়া দাবি করছে, তারা এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে। প্রথমবারের মতো ট্রাম্পের সমালোচনার প্রতিক্রিয়া জানিয়ে ক্রেমলিন বিষয়টিকে গুরুত্বহীন করে দেখানোর চেষ্টা করেছে। খবর বিবিসি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি, বিশেষ করে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। তিনি জানান, এই সপ্তাহে ট্রাম্প ও পুতিনের মধ্যে কোনো ফোনালাপের পরিকল্পনা নেই, তবে প্রয়োজনে পুতিন তা করতে আগ্রহী হবেন।

সোমবার সাংবাদিকদের সঙ্গে এক সম্মেলনে পেসকভ দাবি করেন, এনবিসির সাক্ষাৎকারের কিছু বক্তব্য ‘ভুলভাবে ব্যাখ্যা’ করা হয়েছে।

পুতিন গত শুক্রবার ইউক্রেনে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিলে ট্রাম্পের ক্ষোভের সূত্রপাত হয়। সেই প্রস্তাবে ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে দেয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পুতিন যখন জেলেনস্কির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন, তখন আমি সত্যিই ক্ষুব্ধ হয়েছিলাম। এটি (যুদ্ধবিরতির আলোচনা) সঠিক পথে এগোচ্ছে না।

তিনি আরো হুঁশিয়ারি দেন, পুতিন যুদ্ধবিরতিতে সম্মত না হলে রাশিয়ার তেল আমদানিকারী দেশগুলোর ওপর ৫০ শতাংশ শুল্ক বসানো হবে। এটি ছিল রুশ প্রেসিডেন্টের প্রতি ট্রাম্পের কৌশলের একটি বড় পরিবর্তন।

আরও