মাইক্রোসফট ও ওপেনএআইয়ের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা

মার্কিন সংবাদ সংস্থা নিউইয়র্ক টাইমস চ্যাটজিপিটির মালিক ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে। তাদের দাবি ওপেন এ আইয় নিজেদের সিস্টেমটিকে প্রশিক্ষণ দেয়ার জন্য তারা কপিরাইট আইন লঙ্ঘন করেছে। এ মামালায় মাইক্রোসফ্টকেও অভিযুক্ত করা হয়েছে। খবর বিবিসির।

মার্কিন সংবাদ সংস্থা নিউইয়র্ক টাইমস চ্যাটজিপিটির মালিক ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাদের দাবি ওপেনএআই নিজেদের সিস্টেমটিকে নিউইয়র্ক টাইমসের কপিরাইট লঙ্ঘন করেছে। এ মামলায় ওপেনএআইয়ে বিনিয়োগকারী প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটকেও অভিযুক্ত করা হয়েছে। খবর বিবিসি।

নিউইয়র্ক টাইমস জানায়, দুই প্রতিষ্ঠানকেই বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতির জন্য দায়ী করা উচিত। প্রচুর পরিমাণে ডেটা বিশ্লেষণের মাধ্যমে চ্যাটজিপিটি ও অন্যান্য বৃহৎ ভাষার মডেল (এলএলএম) প্রশিক্ষণ নেয়।

মামলায় দাবি করা হয়েছে, নিউইয়র্ক টাইমস প্রকাশিত লাখ লাখ নিবন্ধ সংবাদমাধ্যমটির অনুমতি ছাড়াই চ্যাটজিপিটি ব্যবহার করছে। চ্যাটজিপিটি এখন তথ্যের একটি বিশ্বস্ত উৎস হিসেবে নিউইয়র্ক টাইমসের সঙ্গে প্রতিযোগিতা করছে। তারা আরো অভিযোগ করে, বর্তমানে কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে চ্যাটজিপিটি নিউইয়র্ক টাইমসের নিবন্ধগুলো থেকে ‘শাব্দিক উদ্ধৃতি’ ব্যবহার করে, যা পাঠকরা আগে নিউইয়র্ক টামস থেকে সাবস্ক্রিপশন ছাড়া পড়তে পারত না।

মামলা অনুসারে, প্রতিষ্ঠানটি সাবস্ক্রিপশন আয়ের পাশাপাশি ওয়েবসাইটটিতে আসা লোকদের বিজ্ঞাপনের ক্লিকগুলোও হারাচ্ছে নিউইয়র্ক টামস। এছাড়া  বিং সার্চ ইঞ্জিনের উদাহরণও দিয়েছে - যেটাতে চ্যাটজিপিটির এমন কিছু ফিচার রয়েছে যা অনেকক্ষেত্রে নিউইয়র্ক টাইমসের মালিকানাধীন ওয়েবসাইট থেকে নেয়া ফলাফল অনুমতি ছাড়াই প্রদর্শন করে। 

মামলার নথির তথ্য অনুযায়ী, গত এপ্রিলে নিউইয়র্ক টাইমস তার কপিরাইট বিষয়ে মাইক্রোসফট ও ওপেনএআইয়ের কাছে একটি আপসরফা চেয়েছিল। কিন্তু তা ব্যর্থ হয়।

তবে বিবিসি মাইক্রোসফট ও ওপেনএআইয়ের সঙ্গে যোগাযোগ করলে তারা কোনো মন্তব্য করেনি।


আরও