আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে সরে আসার ঘোষণা দিয়েছে হাঙ্গেরি। দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তার দেশে স্বাগত জানাতে প্রস্তুত, তখন এল এ সিদ্ধান্ত। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির গ্রেফতারি পরোয়ানার মুখে পড়েছেন নেতানিয়াহু। খবর আল জাজিরা।
হাঙ্গেরির প্রধানমন্ত্রীর চিফ অব স্টাফ গেরগেই গুলিয়াস বৃহস্পতিবার ফেসবুকে পোস্ট করে লিখেছেন, হাঙ্গেরি আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে যাচ্ছে। সরকার সংবিধান ও আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে থেকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করবে।
আইসিসির বিধি অনুসারে, কোনো দেশ যদি আদালত থেকে বেরিয়ে যেতে চায় তাহলে জাতিসংঘের মহাসচিবের কাছে আনুষ্ঠানিক চিঠি জমা দেয়ার এক বছর পর সেই সিদ্ধান্ত কার্যকর হয়। এখন পর্যন্ত শুধুমাত্র বুরুন্ডি এবং ফিলিপাইন এই আদালত থেকে নিজেদের প্রত্যাহার করেছে।
হাঙ্গেরির এই সিদ্ধান্তের মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বৃহস্পতিবার সকালে বুদাপেস্টে পৌঁছেছেন। ২০২৩ সালের পর এটি তার প্রথম ইউরোপ সফর। আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে অগ্রাহ্য করেই তিনি এই সফর করছেন।
এর আগে, গত বছরের নভেম্বরেই ওরবান নেতানিয়াহুকে আমন্ত্রণ জানান। আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করার ঠিক একদিন পরেই নেতানিয়াহুকে হাঙ্গেরিতে আমন্ত্রণ জানান ওরবান।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ওরবান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তাদের দেশ আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করবে না, কারণ এই উদ্যোগ নেয়া হবে একটি চলমান সংঘর্ষে রাজনৈতিক উদ্দেশ্যে হস্তক্ষেপ করার শামিল।
হাঙ্গেরির এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে হেগ-ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত। আইসিসির মুখপাত্র ফাদি এল আবদাল্লাহ বলেন, কোনো রাষ্ট্র একতরফাভাবে আদালতের আইনি সিদ্ধান্তের বৈধতা নির্ধারণ করতে পারে না।
হাঙ্গেরি ১৯৯৯ সালে আইসিসির প্রতিষ্ঠাতা চুক্তি 'রোম স্ট্যাটুট' স্বাক্ষর করে এবং ২০০১ সালে এটি অনুমোদন করে। তবে দেশটির সংবিধানের কিছু সীমাবদ্ধতার কারণে আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়নি। ফলে বুদাপেস্ট বরাবরই দাবি করে এসেছে যে, তারা আইসিসির সিদ্ধান্ত মানতে বাধ্য নয়।
আইসিসির নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই এবং গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে এই আদালত ১২৫টি সদস্য রাষ্ট্রের সহযোগিতার ওপর নির্ভর করে।