যুক্তরাষ্ট্রে সকল বিদেশী গাড়ি আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে প্রতি বছর ৪৬০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের যানবাহন ও যন্ত্রাংশ আমদানি এই শুল্কের আওতায় পড়বে। বুধবার (২ মার্চ) প্রকাশিত যুক্তরাষ্ট্রের সরকারি নোটিশের শুল্ক কোড বিশ্লেষণ করে রয়টার্স এই তথ্য জানিয়েছে।
ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১২টার পর যানবাহন আমদানির ক্ষেত্রে ২৫% শুল্ক প্রথমবারের মতো কার্যকর হবে। এরপর মে মাসের ৩ তারিখ থেকে প্রায় ১৫০টি গাড়ির যন্ত্রাংশের ওপর এই শুল্ক কার্যকর হবে।
শুল্কের তালিকায় থাকা যন্ত্রাংশগুলো হচ্ছে— ইঞ্জিন, ট্রান্সমিশন, লিথিয়াম-আয়ন ব্যাটারি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান। এছাড়া, টায়ার, শক অ্যাবসর্বার, স্পার্ক প্লাগের তার, ব্রেক হোসের মতো কম খরচের যন্ত্রাংশও এই শুল্কের আওতায় পড়বে। কিছু অটোমোটিভ কম্পিউটারও এই শুল্কের অন্তর্ভুক্ত হয়েছে। সাধারণ কম্পিউটার পণ্য যেমন ল্যাপটপ, ডেস্কটপ ও ডিস্ক ড্রাইভও রয়েছে এর আওতায়।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রে এসব বিশেষ কম্পিউটার পণ্যের আমদানি ছিল ১৩৮.৫ বিলিয়ন ডলার। তবে, এই ক্যাটাগরি বাদ দিলে মোট যানবাহন ও যন্ত্রাংশ আমদানির মূল্য দাঁড়ায় ৪৫৯.৬ বিলিয়ন ডলার। বর্তমানে বৈদ্যুতিক গাড়িসহ আধুনিক যানবাহনের জন্য অপরিহার্য এসব অটোমোটিভ কম্পিউটারের জন্য আলাদা কোনো শুল্ক কোড নেই, তাই তাদের প্রকৃত শুল্কের পরিমাণ স্পষ্ট নয়।
ট্রাম্প প্রশাসন বলছে, এই শুল্ক যুক্তরাষ্ট্রের শিল্পকে সুরক্ষা দেবে এবং ‘অবৈষম্যহীন’ বাণিজ্য নীতি প্রতিষ্ঠা করবে। হোয়াইট হাউস বাণিজ্য দপ্তরকে নির্দেশ দিয়েছে যে, আগামী ৯০ দিনের মধ্যে একটি প্রক্রিয়া তৈরি করতে হবে, যেখানে মার্কিন উৎপাদকরা চাইলে আরও কিছু যন্ত্রাংশকে শুল্কের আওতায় আনার অনুরোধ জানাতে পারবেন।