ইউক্রেনে রাশিয়ার অতর্কিত হামলা, নিহত ১৪

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়া গত রাতে দুটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি ইস্কান্দার-কে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ১৪৫টি ড্রোন দিয়ে আক্রমণ করেছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেতস্ক অঞ্চলের দোব্রোপিলিয়া শহরে রাশিয়ার মিসাইল ও ড্রোন হামলায় পাঁচ শিশুসহ অন্তত ১৪ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন। এছাড়া দেশটির উত্তর-পূর্বাঞ্চলের শহর খারকিভে রুশ ড্রোন হামলায় আরো তিন বেসামরিক বাসিন্দা মারা গেছেন।

শনিবার (৮ মার্চ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, গত রাতে দোব্রোপিলিয়া শহরে ব্যালেস্টিক মিসাইল, রকেট ও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। এতে ওই অঞ্চলের আটটি বহুতল ভবন ও অন্তত ৩০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। হামলার পর রাতেই আগুন নেভাতে যাওয়া দমকল বাহিনীর একটি ট্রাককে লক্ষ্য করে আবার হামলা চালায় রুশ বাহিনী।

মন্ত্রণালয় আরো জানায়, একই রাতে উত্তর-পূর্বাঞ্চলের শহর খারকিভে রুশ ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত ও আরো সাতজন আহত হয়েছেন।

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়া গত রাতে দুটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি ইস্কান্দার-কে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ১৪৫টি ড্রোন দিয়ে আক্রমণ করেছে।

তারা আরো জানিয়েছে, বিমান বাহিনী একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৭৯টি ড্রোন ভূপাতিত করেছে। আর ইলেকট্রনিক পাল্টা ব্যবস্থার কারণে আরো ৫৪টি ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।

আরও