হার্ভার্ডের জন্য বরাদ্দ ২২০ কোটি ডলারের অনুদান স্থগিত ট্রাম্প প্রশাসনের

এর আগে, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ও প্রশাসনের চাপের মুখে কিছু দাবি মেনে নেয়। ট্রাম্প প্রশাসন বলছে, ইহুদি শিক্ষার্থীদের হয়রানি রুখতে বিশ্ববিদ্যালয়গুলোর আরো দায়িত্বশীল হওয়া প্রয়োজন।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় হোয়াইট হাউসের দাবি প্রত্যাখ্যান করায় ট্রাম্প প্রশাসন প্রতিষ্ঠানটির জন্য বরাদ্দকৃত ২২০ কোটি ডলার অনুদান ও ৬০ মিলিয়ন ডলারের চুক্তি স্থগিত করেছে। খবর বিবিসি।

হোয়াইট হাউস সম্প্রতি হার্ভার্ডকে একটি তালিকা পাঠায়, যেখানে বিশ্ববিদ্যালয়ের পরিচালনা ব্যবস্থা, নিয়োগ নীতি ও ভর্তি প্রক্রিয়ায় পরিবর্তনের দাবি জানানো হয়। অন্যদিকে, হার্ভার্ড প্রশাসন জানায়, এসব পরিবর্তন বিশ্ববিদ্যালয়ে ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে জরুরি। কিন্তু তারা সরকারের এ ধরনের হস্তক্ষেপ মেনে নেবে না।

বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালান গারবার বলেন, হার্ভার্ড তার স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার বিসর্জন দেবে না। আর এই চিঠি হোয়াইট হাউসে পাঠানোর পরই যুক্তরাষ্ট্রের শিক্ষা মন্ত্রণালয় হার্ভার্ডের বরাদ্দ অর্থ স্থগিত করে।

হোয়াইট হাউসের দাবির মধ্যে ছিল—‘আমেরিকান মূল্যবোধের বিরোধী’ শিক্ষার্থীদের রিপোর্ট করা, ‘দৃষ্টিভঙ্গির বৈচিত্র্য’ নিশ্চিত করা ও সরকার অনুমোদিত বাহ্যিক নিরীক্ষা চালু করা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক নীতিমালাও বাতিল করার দাবি জানানো হয়।

এর আগে, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ও প্রশাসনের চাপের মুখে কিছু দাবি মেনে নেয়। ট্রাম্প প্রশাসন বলছে, ইহুদি শিক্ষার্থীদের হয়রানি রুখতে বিশ্ববিদ্যালয়গুলোর আরো দায়িত্বশীল হওয়া প্রয়োজন।

এ ঘটনায় দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও বাকস্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

আরও