গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় আরো ৩৮ জন নিহত হয়েছেন। গত ১৮ মার্চ থেকে ইসরায়েল বড় ধরনের হামলা চালানো শুরু করার পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে অন্তত ৮৩০ জনের বেশি নিহত হয়েছেন। খবর মিডল ইস্ট আই।
বুধবার (২৬ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৫০ হাজার ১৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।