ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে রক্ষায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যুদ্ধবিরতির আহ্বানের কয়েক ঘণ্টা পরই দেশটির জ্বালানি স্থাপনায় ভারি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। খবর বিবিসির।
দেশটির গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, রাতব্যাপী চালানো এ হামলায় দক্ষিণে ওডেসা এবং পূর্বে খারকিভে আঘাত হানে রাশিয়া। খারকিভে আটজন আহত হয় এবং সরকারি অবকাঠামো ও একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। স্লোভিয়ানস্কে রাশিয়ার 'গ্লাইড বোমা'র আঘাতে তিন এবং চার বছর বয়সী দুই মেয়েসহ সাতজন আহত হয়। প্রায় ৩০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়। ক্রামাটোরস্কে এক শিশু আহত হয় এবং মিরহোরোদের কাছে এক শিশুসহ দুইজন আহত হয়। ওডেসায় জ্বালানি অবকাঠামো এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়।
দেশটির জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লেখেন, ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের জ্বালানি ও গ্যাস অবকাঠামো আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে।
তিনি আরও লেখেন, রাশিয়া বেসামরিক নাগরিকদের ক্ষতি করার চেষ্টা করছে। তারা জ্বালানি ও গ্যাস উৎপাদন কেন্দ্রগুলো লক্ষ্য করে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। তাদের লক্ষ্য ইউক্রেনীয়দের বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করা।