মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের সুমি শহরে রাশিয়ার মিসাইল হামলাকে ‘ভয়ানক একটি ঘটনা’ ও ‘একটি ভুল’ বলে মন্তব্য করেছেন। তবে তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কণ্ঠে ছিল আরো কড়া সুর। খবর দ্য নিউ ইয়র্ক টাইমস।
রোববার (১৩ এপ্রিল) সকালে সুমিতে রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল হামলায় অন্তত ৩৫ জন নিহত ও ১০০ জনের বেশি আহত হয়। এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় বড় হামলা, ইউক্রেনের ভাষ্যমতে যা যুদ্ধবিরতির সম্ভাবনাকে ভণ্ডুল করছে।
এয়ার ফোর্স ওয়ানে এক প্রশ্নের জবাবে সোমবার (১৪ এপ্রিল) ট্রাম্প বলেন, ‘আমি শুনেছি এটা একটা ভুল ছিল। কিন্তু যাই হোক, এটা একেবারেই ভয়ানক।‘ তবে তিনি ঠিক কোথা থেকে বা কার কাছ থেকে এই তথ্য পেয়েছেন তা পরিষ্কার নয়। ফলে তার বক্তব্যকে রাশিয়ার জন্য অজুহাত তৈরির চেষ্টাও মনে করছেন অনেকে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ দাবি করেছেন, হামলার লক্ষ্য ছিল ইউক্রেন ও পশ্চিমা সামরিক নেতাদের একটি বৈঠক। তবে বেসামরিক নিহতদের বিষয়ে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
সামাজিক মাধ্যমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হামলাটিকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করে রাশিয়ার নিন্দা করেছেন। ট্রাম্পের ইউক্রেন দূত কিথ কেলোগ বলেন, ‘রুশ বাহিনী মানবতার সকল সীমা অতিক্রম করেছে।‘
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার আগে এক অনুষ্ঠানে ট্রাম্পকে ইউক্রেনে এসে বাস্তবতা দেখার আমন্ত্রণ জানান। তিনি বলেন, ‘এখানে আসুন, দেখুন, তারপর যুদ্ধ শেষ করার পরিকল্পনা নিয়ে কথা বলুন। আপনি বুঝতে পারবেন কার সঙ্গে আপনার লেনদেন।‘