ফিলিপাইনে টাইফুন ফানফোনে মৃতের সংখ্যা বেড়ে ২৮

ফিলিপাইনে বড়দিনের উৎসব মৌসুমে আঘাত হানা ভয়ংকর টাইফুন ফানফোনে মৃতের সংখ্যা বেড়ে ২৮- দাঁড়িয়েছে গতকাল ফিলিপাইনের সরকারি কর্মকর্তারা তথ্য জানিয়েছেন বড়দিনের আগে মঙ্গলবার দেশটিতে ফানফোন আঘাত হানে খবর বিবিসি

মঙ্গলবার ঝড়ো হাওয়া প্রবল বৃষ্টিপাতসহ ফিলিপাইনের বেশকিছু প্রদেশে টাইফুন ফানফোনের আঘাতে ভূমিধসসহ তীব্র বন্যা দেখা দিয়েছে, বাড়িঘর ধ্বংস হয়ে গেছে

ফিলিপাইনের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন ম্যানেজমেন্ট কাউন্সিল জানায়, টাইফুনের কারণে ৫৮ হাজারের বেশি মানুষ বাড়িঘর থেকে সরে যেতে বাধ্য হয়েছে আশ্রয়হীন অবস্থায় বড়দিন পালন করেছেন তারা এছাড়া ঝড়ের পর এখনো ১২ জন নিখোঁজ রয়েছে বলে সংস্থাটি জানিয়েছে

ঝড়ের আঘাতে এখন পর্যন্ত ২৮ জনের প্রাণহানির কথা জানা গেছে কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ে গাছ ভেঙে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বাকিরা বিদ্যুতায়িত হয়ে বা ডুবে মারা গেছে দুর্যোগ মোকাবেলা সংস্থাটির মুখপাত্র মার্ক তিম্বাল জানান, বর্তমান পরিস্থিতিতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে

বুধবার রাতে টাইফুনটি ফিলিপাইন ছাড়ার পর জরুরি বিভাগের কর্মীরা উদ্ধার তত্পরতা শুরু করে এরই মধ্যে বিদ্যুিবচ্ছিন্ন বেশকিছু এলাকায় সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের অনেককেই নিজেদের ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করতে দেখা গেছে

ফানফোনের কারণে শতাধিক ফ্লাইট বাতিল করা হয় এছাড়া ফেরি চলাচল স্থগিত হওয়ায়ও অনেকেই আটকে পড়েছিলেন

 

আরও