গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের পর ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিদিন অন্তত ১০০ শিশু নিহত বা আহত হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী সংস্থা ইউএনআরডব্লিউএ-এর প্রধান ফিলিপ ল্যাজারিনি। শুক্রবার (৪ এপ্রিল) এক বার্তায় তিনি বলেন, যুদ্ধ আবারো শিশুদের শৈশব কেড়ে নিচ্ছে। গাজা এখন শিশুদের জন্য এক নিষ্ঠুর, নিষিদ্ধ ভূখণ্ডে পরিণত হয়েছে। খবর আনাদোলু।
তিনি আরো বলেন, এটা আমাদের সম্মিলিত মানবতার ওপর এক গভীর কলঙ্ক। পৃথিবীর কোনো প্রান্তেই শিশু হত্যার পক্ষে কোনো যুক্তি থাকতে পারে না।
ল্যাজারিনি পুনরায় অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
ফিলিস্তিনি পরিসংখ্যান ব্যুরোর বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ৭ অক্টোবর ২০২৩ থেকে শুরু করে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ১৭ হাজার ৯৫৪ শিশু নিহত হয়েছে।
এই পরিসংখ্যানের মধ্যে রয়েছে— ২৭৪ জন নবজাতক, এক বছরের নিচের ৮৭৬ জন শিশু, ১৭ জন শিশু যারা আশ্রয় শিবিরে ঠাণ্ডায় মারা গেছে এবং ক্ষুধা ও অপুষ্টিতে প্রাণ হারানো ৫২ শিশু।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে দেয়ার প্রক্রিয়া চলাকালে হামলা আরো জোরদার করা হবে।