৬৫ বছর আগে সিনেমা হলে হারানো মানিব্যাগ ফেরত পেল পরিবার

শেভ্রোলেট কারের জন্য র‌্যাফেল ড্রর টিকিট, চৌম্বক স্ট্রিপ ছাড়া ক্রেডিট কার্ড ও সাদা-কালো পারিবারিক ছবি। বোঝাই যাচ্ছে, কয়েক দশক আগের কথা হচ্ছে। হ্যাঁ, সম্প্রতি যুক্তরাষ্ট্রের আটলান্টার প্লাজা থিয়েটারের বাথরুমের দেয়ালের ভেতর লুকিয়ে থাকা একটি মানিব্যাগে পাওয়া গেছে এসব জিনিস। লটারির টিকিটটি ১৯৫৯ সালের, সে হিসেবে মানিব্যাগটি ৬৫ বছরের পুরোনো

শেভ্রোলেট কারের জন্য র‌্যাফেল ড্রর টিকিট, চৌম্বক স্ট্রিপ ছাড়া ক্রেডিট কার্ড ও সাদা-কালো পারিবারিক ছবি। বোঝাই যাচ্ছে, কয়েক দশক আগের কথা হচ্ছে। হ্যাঁ, সম্প্রতি যুক্তরাষ্ট্রের আটলান্টার প্লাজা থিয়েটারের বাথরুমের দেয়ালের ভেতর লুকিয়ে থাকা একটি মানিব্যাগে পাওয়া গেছে এসব জিনিস। লটারির টিকিটটি ১৯৫৯ সালের, সে হিসেবে মানিব্যাগটি ৬৫ বছরের পুরোনো।

সিএনএন এক প্রতিবেদনে জানায়, একটি ঠিকাদার প্রতিষ্ঠান প্লাজার বাথরুম সংস্কার করার সময় দেয়ালের খাঁজে লুকানো জায়গায় ওয়ালেটটি খুঁজে পান। ওই সময় থিয়েটারের মালিক ক্রিস এসকোবার বলেছিলেন, মানিব্যাগটি মালিকের উত্তরাধিকারীদের ফেরত দিতে আমি বদ্ধপরিকর।

আটলান্টার প্রাচীনতম সিনেমা হল প্লাজা থিয়েটার। এটি একটি সাংস্কৃতিক ল্যান্ডমার্কও। এখানে নানা ধরনের পুরনো জিনিসের হদিস মিলেছে বিভিন্ন সময়ে।

এসকোবার জানান, তারা মার্কি অক্ষরসহ পুরানো পপকর্ন ডিসপ্লে খুঁজে পেয়েছেন। এমন স্পিরিটের বোতল পেয়েছেন যা হাল ফ্যাশনের দিক থেকে একদমই সেকেলে। কিন্তু অর্ধশতাব্দী পুরোনো ওয়ালেট খুঁজে পাওয়ার ঘটনা এবারই প্রথম, যাতে আছে ঐতিহাসিক কিছু নিদর্শন।

ভেতরে থাকা লাইসেন্স অনুসারে, ওয়ালেটটির মালিকের ফ্লয় কুলব্রেথ। কিন্তু এসকোবার যে-ই সমস্যায় পড়েছেন- তা হলো ১৯৬০ এর দশকে নারীদের প্রায়শ স্বামীর নামে উল্লেখ করা হত। কুলব্রেথ নাম দিয়ে অনুসন্ধান করলে বেশ কিছু ফলাফল সামনে আসে। পরে স্ত্রী নিকোলের সাহায্য নেন এসকোবার। নিকোল ইন্টারনেট ঘেঁটে কুলব্রেথের বংশধরদের খুঁজে বের করেন। সেখানে পান মালিকের মেয়ে থিয়া চেম্বারলেইনকে। পরে চেম্বারলেইন জানান, মানিব্যাগটি তার মায়ের।

মানিব্যাগে নিজের নামে ইস্যু করা কিছু জিনিসপত্ও খুঁজে পেয়েছেন চেম্বারলেইন। এর মধ্যে রয়েছে বিমা কার্ড ও ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নোট। চেম্বারলেইনের বয়স এখন ৭১ বছর। মা যখন ওয়ালেটটি হারান তখন তার বয়স ছিল ছয় বছর।

আরও