গুগলের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ট্রাম্পের

নির্বাচনে জয় পেলে পক্ষপাতের অভিযোগে সার্চ জায়ান্ট গুগলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

নির্বাচনে জয় পেলে পক্ষপাতের অভিযোগে সার্চ জায়ান্ট গুগলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি অভিযোগ করেন, কোম্পানিটি ‘অবৈধ’ সিস্টেমের মাধ্যমে তার সম্পর্কে নেতিবাচক খবর প্রচার করছে। অন্যদিকে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস সম্পর্কে ইতিবাচক খবর তুলে ধরছে। মিডিয়া রিসার্চ সেন্টারের প্রতিবেদনে বলা হয়, গুগলের সার্চ অ্যালগরিদমের কারণে ট্রাম্পের চেয়ে হ্যারিস সুবিধা পেয়েছেন। তবে গুগল অভিযোগ অস্বীকার করে বলেছে, এ গবেষণার ফল ভুল এবং তারা কোনো প্রার্থীকে সুবিধা দিচ্ছে না। খবর আনাদোলু

আরও