নাইজেরিয়ায় উল্টে যাওয়া ট্যাংকার থেকে তেল নিতে গিয়ে বিস্ফোরণে নিহত ৭০

নাইজার রাজ্যের ফেডারেল রোড সেফটি কর্পসের সেক্টর কমান্ডার কুমার চুকওয়াম জানান, বেশিরভাগ নিহতই হতদরিদ্র স্থানীয় বাসিন্দা ছিলেন। তারা ট্যাংকার উল্টে পড়ার পর ছড়িয়ে পড়া পেট্রল সংগ্রহ করতে ছুটে গিয়েছিলেন।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে নাইজার রাজ্যে একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) একটি পেট্রল ট্যাংকার উল্টে পড়লে তেল ছড়িয়ে পড়ে। সেই তেল সংগ্রহ করতে আসা মানুষেরাই জ্বালানি বিস্ফোরণের শিকার হয়েছেন। এ দুর্ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা। খবর রয়টার্স।

নাইজার রাজ্যে এই দুর্ঘটনা ঘটে। এর আগে গত অক্টোবরে জিগাওয়া রাজ্যে অনুরূপ বিস্ফোরণে ১৪৭ জন মারা গিয়েছিলেন, যা নাইজেরিয়ার সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাগুলোর একটি।

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এ পর্যন্ত ৭০টিরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, ৫৬ জন আহত হয়েছেন এবং ১৫টিরও বেশি দোকান ধ্বংস হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং মৃতদের উদ্ধারের কাজ চলছে।

নাইজার রাজ্যের ফেডারেল রোড সেফটি কর্পসের সেক্টর কমান্ডার কুমার চুকওয়াম জানান, বেশিরভাগ নিহতই হতদরিদ্র স্থানীয় বাসিন্দা ছিলেন। তারা ট্যাংকার উল্টে পড়ার পর ছড়িয়ে পড়া পেট্রল সংগ্রহ করতে ছুটে গিয়েছিলেন।

তিনি আরো বলেন, নিহত বেশির ভাগ মানুষের শরীর এমনভাবে পুড়ে গেছে যে চেনার উপায় নেই। বর্তমানে ঘটনাস্থল পরিষ্কারের কাজ করছেন তারা।

নাইজেরিয়ায় মারাত্মক অর্থনৈতিক সংকট চলছে। এর মধ্যে গত ১৮ মাসে দেশটিতে জ্বালানি তেলের দাম পাঁচ গুণ বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ মূল্যবৃদ্ধির কারণেই জীবনের ঝুঁকি নিয়ে অনেকে দুর্ঘটনাকবলিত ওই ট্যাংকার থেকে জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিলেন।

আরও