গৃহবন্দিত্বের মেয়াদ বাড়ল কাশ্মীরের ২ সাবেক মুখ্যমন্ত্রীর

ভারত শাসিত কাশ্মীরের দুই সাবেক মুখ্যমন্ত্রীর গৃহবন্দিত্বের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার তাদের মুক্তির কথা থাকলেও জননিরাপত্তা আইনের আওতায় মেহবুবা মুফতি ও ওমর আব্দুল্লাহর আটকের মেয়াদ বাড়ানো হয়। খবর বিবিসি। গত ৪ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার। সঙ্গে সঙ্গে রাজ্যটির চার হাজার রাজনৈতিক নেতাকর্মীকে আটক করা হয়। গত ৫ আগস্ট থেকে গৃহবন্দি রাখা হয় মেহবুবা ও ওমর আব্দুল্লাহকে। মেহবুবার টুইটার অ্যাকাউন্ট পরিচালনাকারী তার মেয়ে বৃহস্পতিবার এক টুইটে নয়াদিল্লির এ ‘স্বৈরাচারী’ আচরণের নিন্দা জানিয়েছেন।

ভারত শাসিত কাশ্মীরের দুই সাবেক মুখ্যমন্ত্রীর গৃহবন্দিত্বের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার তাদের মুক্তির কথা থাকলেও জননিরাপত্তা আইনের আওতায় মেহবুবা মুফতি ও ওমর আব্দুল্লাহর আটকের মেয়াদ বাড়ানো হয়। খবর বিবিসি।

গত ৪ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার। সঙ্গে সঙ্গে রাজ্যটির চার হাজার রাজনৈতিক নেতাকর্মীকে আটক করা হয়। গত ৫ আগস্ট থেকে গৃহবন্দি রাখা হয় মেহবুবা ও ওমর আব্দুল্লাহকে।

মেহবুবার টুইটার অ্যাকাউন্ট পরিচালনাকারী তার মেয়ে বৃহস্পতিবার এক টুইটে নয়াদিল্লির এস্বৈরাচারী আচরণের নিন্দা জানিয়েছেন।

মেহবুবার দল পিপলস ডেমোক্রেটিক পার্টি বিবিসিকে বলেছে, ক্ষমতাসীন বিজেপি কাশ্মীরেরমূলধারার রাজনীতিবিদদের অপরাধী বানানোর চেষ্টা করছে।

দলটি বলেছে, ‘এটি তাদের সাহায্য করবে না বা কাশ্মীর পরিস্থিতির উন্নয়ন ঘটাবে না। আপনি কতদিন কাশ্মীরের জনগণের ওপর নিপীড়ন চালাবেন? তারা (বিজেপি) প্রেসার কুকারের মতো পরিস্থিতি সৃষ্টি করছে।

৫ আগস্টের পর বহির্বিশ্বের সঙ্গে কাশ্মীরের সব ধরনের যোগাযোগ বন্ধ করে রাখা হয়েছিল। সম্প্রতি রাজ্যটির টেলিফোন ও ইন্টারনেট পরিষেবা সীমিত আকারে চালু করা হয়েছে। তবে রাজ্যের কারাগারে এখনো কতজন রাজনৈতিক বন্দি রয়েছেন, সে সংখ্যা জানা যায়নি।

আরও