ইস্তানবুলের মেয়র একরেম ইমামোগলু তার বিরুদ্ধে আনা ‘সন্ত্রাসবাদ’ ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। শনিবার (২২ মার্চ) আদালতে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, “আমি ও আমার সহকর্মীরা অবিশ্বাস্য ও মিথ্যা অভিযোগের সম্মুখীন হয়েছি।” খবর রয়টার্স।
গতকাল শনিবার ইমামোগলুকে আদালতে হাজির করা হয়। তাকে কারাগারে পাঠানো হবে কিনা সে সিদ্ধান্ত আজ নেবেন বিচারক। গত বুধবার গ্রেফতার করা হয় ইস্তানবুলের মেয়র ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইমামোগলুকে। এতে তুরস্কের রাজনীতিতে সৃষ্টি হয় বড় ধরনের আলোড়ন। চার দিন পর তার দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) তাকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ঘোষণা করতে যাচ্ছিল।
এরদোয়ান সিএইচপি নেতৃত্বের বিরুদ্ধে ‘দুর্নীতিবাজদের রক্ষা করা’ এবং ‘জাতিকে বিভক্ত করার’ অভিযোগ তুলেছেন।
ইমামোগলুর গ্রেফতারের পর তুরস্কজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ৮১টি প্রদেশের মধ্যে দুই-তৃতীয়াংশে চলছে প্রতিবাদ, এমনকি এরদোয়ানের শক্ত ঘাঁটিগুলোতেও। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের দমন করছে এবং এ পর্যন্ত ৩৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার আরো ৯৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ‘উস্কানিমূলক’ পোস্ট দিয়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।