খোঁজ মিলল পুতিনের কট্টর সমালোচক নাভালনির

অবশেষে খোঁজ মিলল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনির। সাইবেরিয়ার একটি পেনাল কলোনিতে তাকে রাখা হয়েছে। বিরোধী এ রাজনীতিবিদের আইনজীবী গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন

অবশেষে খোঁজ মিলল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনির। সাইবেরিয়ার একটি পেনাল কলোনিতে তাকে রাখা হয়েছে। বিরোধী এ রাজনীতিবিদের আইনজীবী গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন। খবর সিএনএন ।

এর আগে জানানো হয়েছিল, দুই সপ্তাহ ধরে নাভালনির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

নাভালনির মুখপাত্র কিরা ইয়রমিশ মাইক্রো ব্লগিং প্লাটফর্ম এক্সে দেয়া বিবৃতিতে বলেন, আমরা অ্যালেক্সিকে খুঁজে পেয়েছি। তিনি বর্তমানে ইয়ামাল-নেনেট বসতির একটি জেলে রয়েছেন। আইনজীবীরা তার সঙ্গে দেখা করেছেন।

এর আগে গত ১১ ডিসেম্বর নাভালনির আইনজীবীরা জানান, বন্দি রাজনীতিবিদের সঙ্গে তারা যোগাযোগ করতে পারছেন না। এর আগ পর্যন্ত তিনি মস্কো থেকে প্রায় ১৫০ মাইল পূর্বের কারাগারে বন্দি ছিলেন।

সাম্প্রতিক বছরগুলোতে প্রায় বিরোধীহীন পুতিনের শাসনে আলেক্সি নাভালনি হয়ে উঠেছিলেন কট্টর সমালোচক। বর্তমানে মামলায় অভিযুক্ত হয়ে সাজা খাটছেন তিনি।

নাভালিন এর আগে কখনো এত দীর্ঘ সময় নিখোঁজ ছিলেন না। তার দল জানায়, গত সপ্তাহে আদালতের দুটি নির্ধারিত শুনানিতে তিনি অনুপস্থিত ছিলেন। তাদের অভিযোগ ছিল নাভালনিকে খাবার ছাড়া ও ঠিক মতো বাতাস চলাচল করে না এমন ঘরে রাখা হয়েছিল।

২০২৪ সালের মার্চ মাসে রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আলেক্সি নাভালনি।

আরও