‘উচ্চ প্রযুক্তির সাইবার হামলা’র অভিযোগে যুক্তরাষ্ট্রকে চীনের দোষারোপ

সিনহুয়া প্রতিবেদনে হারবিন পাবলিক সিকিউরিটি ব্যুরোর বরাত দিয়ে বলা হয়, এনএসএ হেইলংজিয়াং প্রদেশে জ্বালানি, পরিবহন, পানি সম্পদ, যোগাযোগ এবং জাতীয় প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠানসহ একাধিক গুরুত্বপূর্ণ শিল্প খাতে সাইবার হামলা চালিয়েছে।

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হারবিন শহরের পুলিশ অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এশিয়ান উইন্টার গেমস চলাকালীন চীনের গুরুত্বপূর্ণ খাতগুলোর ওপর ‘উচ্চ প্রযুক্তির’ সাইবার হামলা চালিয়েছে। খবর রয়টার্স।

চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া মঙ্গলবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে, হারবিন পুলিশ তিনজন সন্দেহভাজন এনএসএ এজেন্টকে তাদের ‘ওয়ান্টেড’ তালিকায় যুক্ত করেছে এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ও ভার্জিনিয়া টেকের বিরুদ্ধে এসব হামলায় জড়িত থাকার অভিযোগ এনেছে। তবে কীভাবে ওই দুটি মার্কিন বিশ্ববিদ্যালয় জড়িত, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

প্রতিবেদনটিতে হামলার ধরন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্কে উল্লেখযোগ্য পরিমাণ তথ্য দেয়া হয়েছে। এই অভিযোগ এমন এক সময়ে সামনে এলো, যখন বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীন এক গভীর বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়েছে এবং যার প্রভাব পড়েছে পর্যটন ও বিনোদন শিল্পেও। চীন যুক্তরাষ্ট্র সফরকারী পর্যটকদের জন্য সতর্কতা জারি করেছে এবং মার্কিন সিনেমা আমদানি বন্ধ রেখেছে।

সিনহুয়া প্রতিবেদনে হারবিন পাবলিক সিকিউরিটি ব্যুরোর বরাত দিয়ে বলা হয়, এনএসএ হেইলংজিয়াং প্রদেশে জ্বালানি, পরিবহন, পানি সম্পদ, যোগাযোগ এবং জাতীয় প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠানসহ একাধিক গুরুত্বপূর্ণ শিল্প খাতে সাইবার হামলা চালিয়েছে। এই হামলাগুলোর উদ্দেশ্য ছিল চীনের গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো ধ্বংস করা, সামাজিক অস্থিরতা সৃষ্টি করা এবং গোপন তথ্য চুরি করা।

এনএসএ-এর এসব হামলা মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আগে থেকে বসানো কিছু নির্দিষ্ট ব্যাকডোর সক্রিয় করার মাধ্যমে চালানো হয়েছিল বলে দাবি করা হয়েছে।

নাম প্রকাশিত হওয়া তিন ব্যক্তি বারবার চীনের গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামোতে সাইবার হামলা চালিয়েছেন এবং হুয়াওয়ে ও অন্যান্য প্রতিষ্ঠানের ওপর সাইবার আক্রমণে অংশ নিয়েছেন, বলেছে সিনহুয়া।

যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে চীনা হ্যাকারদের বিরুদ্ধে তার সরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলার অভিযোগ করে থাকে। গত মাসেই ওয়াশিংটন একাধিক চীনা হ্যাকারকে অভিযুক্ত করে যারা মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা, বাণিজ্য মন্ত্রণালয় এবং তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, ভারত ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে টার্গেট করেছিলেন।

বেইজিং অবশ্য সব ধরনের বিদেশী সাইবার গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করে আসছে।

আরও