তুরস্কের একটি আদালত ইস্তানবুলের মেয়র একরেম ইমামোগলুকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার রাখার নির্দেশ দিয়েছেন। দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম চলাকালীন তিনি কারাগারে থাকবেন। কয়েকদিন আগে তার গ্রেফতারের পর দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। খবর আল জাজিরা।
আদালত জানিয়েছে, ইমামোগলু ও আরো অন্তত ২০ জনকে দুর্নীতি তদন্তের অংশ হিসেবে কারাগারে পাঠানো হয়েছে। তবে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত পৃথক একটি তদন্তের বিষয়ে এখনো কোনো রায় দেয়া হয়নি।
তুরস্কের সম্প্রচারমাধ্যম হাল্ক টিভি ও এহাবের জানিয়েছে, আদালত সন্ত্রাসবাদের অভিযোগে ইমামোগলুকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছে। এর ফলে সরকার ইস্তানবুল শহরের দায়িত্ব নেয়ার জন্য একজন প্রশাসক নিয়োগ করতে পারবে না।
তুরস্কের দীর্ঘদিনের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইমামোগলুকে সরকার গত বুধবার দুর্নীতি ও সন্ত্রাসবাদের অভিযোগে আটক করে। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি তার মানহানির উদ্দেশ্যে করা হচ্ছে।
ইমামোগলুর ঘনিষ্ঠ সহযোগী ও আঙ্কারার মেয়র মানসুর ইয়াভাস এই গ্রেফতারকে তার দেশের বিচার ব্যবস্থার জন্য একটি লজ্জাজনক ঘটনা বলে অভিহিত করেছেন।
বিরোধীদলীয় প্রধান দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি), ইউরোপীয় নেতারা এবং হাজার হাজার বিক্ষোভকারী আদালতের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন এবং একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। তবে সরকার এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশটিতে চলমান বিক্ষোভ আরো জোরালো হওয়ার আশঙ্কা থেকে গতকাল শনিবার সন্ধ্যা থেকেই ইস্তানবুলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশটিতে ২৬ মার্চ পর্যন্ত বিক্ষোভ নিষিদ্ধ থাকলেও ইস্তানবুল, আঙ্কারা ও প্রায় ৫০টি শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে।