শুল্ক নীতির ধাক্কায় ট্রাম্পের সম্পদ কমেছে ৫০০ মিলিয়ন ডলার

ফোর্বস জানিয়েছে, গত ২ এপ্রিল ট্রাম্পের সম্পদ ছিল ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার। এখন তা নেমে এসেছে ৪ দশমিক ২ বিলিয়নে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পদ এক সপ্তাহেই কমেছে প্রায় ৫০০ মিলিয়ন ডলার। নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়ে শুরু করা বাণিজ্য যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে, যার ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে ট্রাম্পের নিজের ব্যবসাও।

ফোর্বস জানিয়েছে, গত ২ এপ্রিল ট্রাম্পের সম্পদ ছিল ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার। এখন তা নেমে এসেছে ৪ দশমিক ২ বিলিয়নে। সবচেয়ে বড় ধস নেমেছে তার মিডিয়া কোম্পানি ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ-এ, যার শেয়ার মূল্য তিন দিনে ৮% কমে গেছে।

ট্রাম্পের রিয়েল এস্টেট ব্যবসাও ক্ষতির মুখে পড়েছে। নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকোর মূল ভবনগুলোতে অংশীদার কোম্পানিগুলোর শেয়ার ১৪-১৫% পর্যন্ত কমেছে। ফলে তার সম্পত্তির মূল্য কমেছে অন্তত ৯০ মিলিয়ন ডলার। গলফ রিসোর্ট ও হোটেল ব্যবসাও ঝুঁকির মধ্যে—বিশেষ করে যদি অর্থনৈতিক মন্দা শুরু হয়।

এছাড়া, ট্রাম্প সম্প্রতি যে কয়েন ও ক্রিপ্টো প্রকল্প থেকে আয় করেছিলেন সেখানেও বড় পতন এসেছে। ইথার মুদ্রার মূল্য ৪৫% কমে গেছে, যা তার আয়কৃত সম্পদ আরো কমাতে পারে।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের ব্যবসার সবচেয়ে বড় হুমকি এখন সরাসরি শুল্ক নয়, বরং তার সিদ্ধান্তে বিনিয়োগকারীদের আস্থা হারিয়ে যাওয়া। শুল্ক যুদ্ধ যত বাড়বে, ট্রাম্পের সম্পদের পতনও তত বেশি হতে পারে।

আরও