মার্কিন সিনেটর কোরি বুকার দীর্ঘতম ভাষণের নতুন রেকর্ড গড়েছেন। নিউ জার্সির এই ডেমোক্র্যাট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে টানা ২৫ ঘণ্টা ৪ মিনিট কথা বলেন। খবর বিবিসি।
কোরি বুকারের এই বক্তৃতা কোনো ফিলিবাস্টার (কোনো বিল পাশ হওয়া আটকাতে ব্যবহৃত দীর্ঘ বক্তৃতা) ছিল না। তবু এ বক্তৃতা রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেটে আইন প্রক্রিয়া বিলম্বিত করেছিল। এমন বক্তৃতার নিয়ম অনুযায়ী বক্তাকে দাঁড়িয়ে থাকতে হয় এবং তিনি বিশ্রাম বা টয়লেট ব্যবহারের সুযোগ পান না।
সিনেটে এর আগের রেকর্ড ছিল ১৯৫৭ সালে সিনেটর স্ট্রোম থারমন্ডের ২৪ ঘণ্টা ১৮ মিনিটের বক্তৃতা।
বুকার সোমবার (৩১ মার্চ) সন্ধ্যা ৭টায় বক্তৃতা শুরু করেন এবং মঙ্গলবার রাত ৮টা ৬ মিনিটে শেষ করেন। তিনি তার বক্তব্যে ট্রাম্পের নীতির কারণে ক্ষতিগ্রস্ত নাগরিকদের চিঠি পড়েন, কবিতা আবৃত্তি করেন এবং সহকর্মীদের প্রশ্নের উত্তর দেন।
বুকার একইসঙ্গে দাস ও দাস-মালিক উভয়েরই বংশধর। তিনি বলেন, আমি এখানে কারণ জনগণের শক্তিই আসল শক্তি।
তার ভাষণ মার্কিন সিনেটের ইতিহাসে ২০১৩ সালে সিনেটর টেড ক্রুজের ২১ ঘণ্টার ফিলিবাস্টারের পর দীর্ঘতম বক্তব্য।