স্পষ্ট কোনো অগ্রগতির ইঙ্গিত না পেলে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রচেষ্টা থেকে কয়েক দিনের মধ্যেই সরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৮ এপ্রিল) প্যারিসে ইউরোপীয় ও ইউক্রেনীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
তিনি বলেন, আমরা সপ্তাহ বা মাস ধরে এই প্রচেষ্টা চালিয়ে যাব না। তাই আমাদের এখনই খুব দ্রুত নির্ধারণ করতে হবে, এবং আমি কয়েক দিনের বিষয় নিয়ে কথা বলছি যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি সম্ভব কিনা।
তিনি বলেন, প্রেসিডেন্ট বিষয়টি খুবই দৃঢ়ভাবে অনুভব করেন। তিনি এর জন্য অনেক সময় ও শক্তি উৎসর্গ করেছেন... এটি গুরুত্বপূর্ণ, তবে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা আরো মনোযোগের দাবি রাখে।
রুবিও বলেন, এটি নিয়ে প্রেসিডেন্টের অনুভূতি অত্যন্ত দৃঢ়। তিনি এ বিষয়ে অনেক সময় ও শক্তি ব্যয় করেছেন। এটি অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এর পাশাপাশি আরো অনেক গুরুতর ইস্যু রয়েছে, যেগুলোর ক্ষেত্রেও তার মনোযোগ প্রয়োজন।
এদিকে ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার স্বাক্ষরিত এ স্মারক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিতের প্রথম ধাপ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সমঝোতা স্বাক্ষরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে ইউক্রেনের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ইউলিয়া সভিরিদেনকো সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের মার্কিন অংশীদারদের সঙ্গে একটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। এর মধ্য দিয়ে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি এবং ইউক্রেনের পুনর্গঠনের জন্য বিনিয়োগ তহবিলের পথ প্রশস্ত হবে বলে আমরা আশাবাদী। পোস্টে তার ও মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের আলাদাভাবে স্বাক্ষর করার ছবি জুড়ে দেয়া হয়েছে।