জেলেনস্কিকে ‘পূর্ণ সমর্থন’ স্টারমারের, ডাউনিং স্ট্রিটে উষ্ণ অভ্যর্থনা

বাইরে মানুষের উল্লাস শুনে স্যার কিয়ার বলেন, এটি যুক্তরাজ্যের জনগণের সমর্থনের প্রকাশ, তারা আপনাদের এবং ইউক্রেনকে সমর্থন করে। তিনি আরো বলেন, আমরা যতদিন প্রয়োজন, ততদিন আপনার পাশে আছি।

হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘ভয়াবহ’ এক বৈঠকের পর যুক্তরাজ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (১ মার্চ) ডাউনিং স্ট্রিটে বৈঠকের সময় জেলেনস্কিকে এ আশ্বাস দেন স্টারমার। খবর বিবিসি।

জেলেনস্কি বলেন, তার দেশ এমন বন্ধু পেয়ে খুশি, বিশেষ করে যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ। এর আগে, হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক বিতর্কে পরিণত হয়।

ডাউনিং স্ট্রিটে বৈঠকের সময়, জেলেনস্কি ও স্যার কিয়ার ইউক্রেনের সামরিক সরঞ্জামের জন্য ২২৬ কোটি পাউন্ডের একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেন, যা রাশিয়ার জব্দকৃত সম্পদের মুনাফা থেকে পরিশোধ করা হবে।

বৈঠকের পর, ব্রিটিশ প্রধানমন্ত্রী ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে ফোনে কথা বলেন।

রোববার লন্ডনে ইউরোপীয় নেতাদের সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ও ইউরোপীয় প্রতিরক্ষা নিয়ে আলোচনা করবেন স্টারমার। এই সফরে জেলেনস্কি রাজা চার্লস তৃতীয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

তবে ওয়াশিংটনে ঘটে যাওয়া উত্তপ্ত পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এই আলোচনাগুলোকে প্রভাবিত করতে পারে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে স্টারমার নিজেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে তুলে ধরার চেষ্টা করেছন। বিশেষ করে, ট্রাম্প প্রশাসনের ইউরোপীয় প্রতিরক্ষায় কম ভূমিকা রাখার ইচ্ছার পরিপ্রেক্ষিতে স্টারমারকে এমন ভূমিকা রাখতে দেখা যাচ্ছে।

ডাউনিং স্ট্রিটে এই বৈঠক ছিল যুক্তরাজ্যের পক্ষ থেকে জেলেনস্কির প্রতি অব্যাহত সমর্থন প্রদর্শনের একটি সুযোগ। বাইরে মানুষের উল্লাস শুনে স্যার কিয়ার বলেন, এটি যুক্তরাজ্যের জনগণের সমর্থনের প্রকাশ, তারা আপনাদের এবং ইউক্রেনকে সমর্থন করে। তিনি আরো বলেন, আমরা যতদিন প্রয়োজন, ততদিন আপনার পাশে আছি।

জেলেনস্কি তার উত্তরে বলেন, আমি অনেক মানুষকে দেখেছি এবং শুরু থেকেই এত ব্যাপক সমর্থনের জন্য যুক্তরাজ্যের জনগণকে ধন্যবাদ জানাই। তিনি রাজা চার্লসের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা করছেন বলেও জানান।

বৈঠকের পর জেলেনস্কি যুক্তরাজ্যের সমর্থনের প্রশংসা করেন, বিশেষত, রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে আসা ২২৬ কোটি পাউন্ডের ঋণের জন্য। তিনি বলেন, এই তহবিল ইউক্রেনে অস্ত্র উৎপাদনের জন্য ব্যবহৃত হবে। তিনি আরো বলেন, এটাই প্রকৃত ন্যায়বিচার— যে যুদ্ধ শুরু করেছে, তাকেই তার মূল্য দিতে হবে।

আরও