সুদানের বাজারে হামলায় ৫৬ জন নিহত

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে আরএসএফ-এর ভয়াবহ সংঘর্ষ চলছে। এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং এক কোটিরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন।

সুদানের ওমদুরমান শহরের একটি বাজারে আধাসামরিক বাহিনীর গোলাবর্ষণে ৫৬ জন নিহত হয়েছেন। এছাড়া দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, শনিবারের হামলায় কমপক্ষে ১৫৮ জন আহত হয়েছেন এবং এর জন্য প্যারামিলিটারি র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) দায়ী করা হয়েছে। খবর আল জাজিরা।

পোর্ট সুদান থেকে এএফপি জানায়, নিরাপত্তার কারণে নাম প্রকাশ করতে অনিচ্ছুক আল-নাও হাসপাতালের এক কর্মকর্তা বলেন, এখনো আহতদের হাসপাতালে আনা হচ্ছে। হামলাটি চালিয়েছে আধাসামরিক বাহিনী আরএসএফ।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে আরএসএফ-এর ভয়াবহ সংঘর্ষ চলছে। এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং এক কোটিরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন।

রাজধানী খার্তুমে দীর্ঘদিনের অচলাবস্থার পর সেনাবাহিনী সম্প্রতি পাল্টা অভিযান চালিয়ে তাদের প্রধান কার্যালয়সহ গুরুত্বপূর্ণ ঘাঁটি পুনরুদ্ধার করেছে।

তবে আরএসএফ এখন শহরের বিভিন্ন এলাকা থেকে সরে গিয়ে রাজধানীর উপকণ্ঠে অবস্থান নিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবারের হামলার গোলাগুলির উৎস ছিল ওমদুরমানের পশ্চিম দিক, যেখানে এখনো আরএসএফের নিয়ন্ত্রণ রয়েছে। সম্প্রতি বাজারের সাধারণ মানুষ লক্ষ্যবস্তু হয়েছে এমন আরো কিছু হামলা হয়েছে।

এর একদিন আগে আরএসএফ কমান্ডার মোহাম্মদ হামদান দাগলো ঘোষণা করেছেন যে, তিনি সেনাবাহিনীকে রাজধানী থেকে উৎখাত করবেন।

আরও