ইয়েমেনের তেল বন্দরে মার্কিন বিমান হামলা, নিহত ৩৮

ইয়েমেনের হোদেইদাহ স্বাস্থ্য অফিসের বরাতে হুথি সমর্থিত আল মাসিরাহ টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) চালানো এ হামলায় আহত হয়েছেন আরো শতাধিক মানুষ।

হুথি গোষ্ঠীর জ্বালানির উৎস ধ্বংসের উদ্দেশ্যেই এ হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। ইয়েমেনের হোদেইদাহ স্বাস্থ্য অফিসের বরাতে হুথি সমর্থিত আল মাসিরাহ টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর আল-জাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বন্দরটি ধ্বংস হয়েছে। এ হামলার উদ্দেশ্য ছিল হুথিদের ক্ষমতার অর্থনৈতিক উৎস ধ্বংস করা, যারা দেশবাসীকে শোষণ করে চলেছে এবং তাদের ওপর তীব্র যন্ত্রণা বয়ে আনছে। তবে হুথিদের দেয়া হতাহতের সংখ্যা সম্পর্কে কোনো মন্তব্য করেনি পেন্টাগন।

এদিকে ওয়াশিংটন জানিয়েছে, লোহিত সাগরে জাহাজ চলাচলের ওপর হুথিদের আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত তারা গোষ্ঠীটির অবস্থানগুলোতে আক্রমণ চালিয়ে যাবে।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর হুথিদের বিরুদ্ধে হামলা জোরদার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় কমপক্ষে ১২৩ জন নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তারা।

আরও