গত বছরে টেলিভিশন আর ওয়েব দুনিয়ায় একাধিক কনটেন্টে অভিনয় করেছেন খায়রুল বাসার। এর মধ্য ‘পুনর্জম্ম ৩’, ‘ নেটওয়ার্কের বাইরে’ ও ‘শুক্লপক্ষ’ নিয়ে আলোচনায় ছিলেন এই অভিনেতা। এ বছরে সাদিয়া আয়মানের বিপরীতে দুটি নাটক ও একটি ওয়েব সিরিজে দেখা যাবে খায়রুল বাসারকে। নাটক দুটি হচ্ছে রুবেল আনুশের ‘আমাকে অন্ধ করে দিয়েছিলো এক চাঁদ’ ও এল আর সোহেলের নতুন প্রোজেক্ট। এছাড়া রুবায়েত মাহমুদের পরিচালনায় ওয়েব সিরিজ ‘কাবাডি’র শুটিং শেষ করেছেন এই দুই তারকা।
নতুন বছরের কাজ নিয়ে খায়রুল বাসার বলেন, ‘নতুন বছরে নতুন কাজ নিয়ে আমি আশাবাদী। আমার প্রত্যাশা কাজগুলো দর্শকের ভালো লাগবে। আর আমি জীবনের প্রথম সম্মাননা আমার নাটকের নির্মাতা হাওলাদার শামীম আহমেদকে উৎসর্গ করছি। নবীন পরিচালক হিসেবে নাটকটি প্রচার করতে গিয়ে তাকে কতটা ত্যাগ করতে হয়েছে আমি জানি।’
সাদিয়া আয়মান বলেন, ‘খায়রুল বাসার ভাই ভীষণ সহযোগিতাপরায়ণ একজন অভিনেতা। তার সঙ্গে এর মধ্যে কয়েকটি কনটেন্টে অভিনয় করেছি। ভাইয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই ভালো। আমি আসন্ন তিনটি কাজ নিয়েই ভীষণ আশাবাদী। বিসিআরএ-কে ধন্যবাদ মায়া শালিকের জন্য আমাকে ওটিটি প্লাটফর্মে সেরা নবাগত অভিনেত্রী হিসেবে সম্মাননায় ভূষিত করায়।’
‘বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েসন’র প্রতিষ্ঠার ২৭ বছর উপলক্ষে ২৩ ডিসেম্বরে ‘বিজয় সম্মাননা’ এ আয়োজনে ‘গালিবের প্রেম ও বসন্ত কাব্য’ নাটকে অভিনয়ের জন্য ২০২২ সালের সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেছেন বাসার। নাটকটি নির্মাণ করেছেন হাওলাদার শামীম আহমেদ। একই অনুষ্ঠানে শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘মায়াশালিক’-এ অভিনয়ের জন্য ওটিটি প্লাটফর্মে ‘শ্রেষ্ঠ নবাগত অভিনয় শিল্পী’ হিসেবে পুরস্কার পেয়েছেন সাদিয়া আয়মান।