৭৫ হাজার বছর আগের নিয়ান্ডারথাল নারীর চেহারা প্রকাশ

বিজ্ঞানীরা ইরাকি কুর্দিস্তানের শানিদার গুহায় পাওয়া একটি খুলির চ্যাপ্টা অবশেষের উপর ভিত্তি করে নিয়ান্ডারথাল মহিলার একটি থ্রিডি মডেল তৈরি করেছেন। মাথার খুলিটি ১৯৫০ দশকে পাওয়া গিয়েছিল। পরে বিশেষজ্ঞরা এর পুনর্গঠন করেছিলেন। সম্প্রতি সিক্রেটস অফ দ্য নিয়ান্ডারথালস শিরোনামে নেটফ্লিক্স ডকুমেন্টারিতে দেখানো পুনর্গঠনটি বিলুপ্তপ্রায় প্রজাতিটির অনন্য বৈশিষ্ট্য তুলে ধরেছে।

ইরাকি কুর্দিস্তানের শানিদার গুহায় পাওয়া একটি খুলির চ্যাপ্টা অবশেষের ওপর ভিত্তি করে এক নিয়ান্ডারথাল নারীর থ্রিডি মডেল তৈরি করেছেন বিজ্ঞানীরা। মাথার খুলিটি ১৯৫০ দশকে পাওয়া গিয়েছিল।  পরে বিশেষজ্ঞরা এর পুনর্গঠন করেছিলেন। সম্প্রতি সিক্রেটস অফ দ্য নিয়ান্ডারথালস শিরোনামে নেটফ্লিক্স ডকুমেন্টারিতে দেখানো পুনর্গঠনটি বিলুপ্তপ্রায় প্রজাতিটির অনন্য বৈশিষ্ট্য তুলে ধরেছে। 

বিশেষজ্ঞ প্যালিও শিল্পী অ্যাড্রি এবং আলফনস কেনিস দ্বারা নির্মিত ভাস্কর্যটি ৪০ হাজার বছর আগে পৃথিবীতে বসবাস করা নিয়ান্ডারথালদের  অনন্য বৈশিষ্ট্যগুলোর সঙ্গে আমাদের সংযোগ করতে সহায়তা করে৷ আসল কঙ্কালটিতে মহিলা জেনেটিক্সের সাথে যুক্ত প্রভাবশালী প্রোটিন রয়েছে। প্রামাণ্যচিত্রে আরো বলা হয়, খুব সম্ভবত ৪০ এর দশকের মাঝামাঝি সময়ে এই নিয়ান্ডারথাল নারী মারা গিয়েছিলেন। তবে নিয়ান্ডারথাল প্রজাতির এই নারীর বয়স ৭৫ হাজার বছরেরও বেশি। 

নিয়ান্ডারথালদের একসময় আমাদের প্রজাতির তুলনায় নিষ্ঠুর এবং অপ্রস্তুত বলে মনে করা হত। শনিদারের সাম্প্রতিক আবিষ্কার এই দৃষ্টিভঙ্গিকে রূপান্তরিত করেছে।

তথ্যসূত্র :বিবিসি

আরও