ইতিহাসে আজকের দিন

মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীদের চট্টগ্রাম অস্ত্রাগার দখল

আজ ১৮ এপ্রিল, ২০২৫। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১০৮তম দিন। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয়-

ঘটনা

১৯৩০ - ব্রিটিশবিরোধী সশস্ত্র সংগ্রামে অংশ নিয়ে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীরা চট্টগ্রাম অস্ত্রাগার দখল করে।

১৯৪৬ - হেগে আন্তর্জাতিক বিচারালয় প্রতিষ্ঠিত হয়।

১৯৪৬ - লিগ অব নেশন আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়। এর সম্পদ জাতিসংঘের কাছে অর্পিত হয়।

১৯৭১ - কলকাতায় বাংলাদেশ মিশনে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা উত্তোলন।

১৯৮০ - জিম্বাবুইয়ে স্বাধীনতা লাভ করে।

জন্ম

১৫৯০ - তুরস্কের চতুর্দশ সম্রাট আহমেদ।

১৮৪৭ - হের্মান অস্ট্‌হফ, জার্মান ভাষাবিজ্ঞানী।

১৯২৬ - ডগ ইনসোল, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।

১৯৫৮ - ম্যালকম মার্শাল, বার্বাডোসে জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।

১৯৬৩ - ফিল সিমন্স, ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার।

১৯৬৭ - মারিয়া বেলো, মার্কিন অভিনেত্রী ও লেখিকা।

১৯৭০ - সাদ হারিরি, সৌদি লেবালনীয় রাজনীতিবিদ এবং ২০১৬ থেকে লেবালনের প্রধানমন্ত্রী।

১৯৯০ - অয়েচিখ শ্চেজনি, পোল্যান্ডের পেশাদার ফুটবলার।

১৯৯৫ - ডিভোক ওরিগি, বেলজীয় পেশাদার ফুটবলার।

মৃত্যু

১৮৮৯ - সাহিত্যিক সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। (জ.১৮৩৪)

১৯৫৫ - আলবার্ট আইনস্টাইন, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থ বিজ্ঞানী।

১৯৮১ - নির্মলেন্দু চৌধুরী, প্রখ্যাত সুরকার, গীতিকার ও লোকগীতি শিল্পী।

১৯৮৬ - অতুল্য ঘোষ, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব, ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা, লোকসভার প্রাক্তন সদস্য।

২০১১ - চলচ্চিত্র বিশেষজ্ঞ সৈয়দ বজলে হোসেন কিরমানী।

২০১২ - এম এন আখতার - বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার ও শিল্পী।

২০২১ - একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, নাট্যশিক্ষক এস এম মহসীন।

আরও