১৩ বছরের সর্বোচ্চে জাপানি রাবারের দাম

বিশ্বে প্রাকৃতিক রাবারের শীর্ষ ব্যবহারকারী দেশ চীন। দেশটিতে কিছুটা অর্থনৈতিক পুনরুদ্ধারের খবরে পণ্যটির চাহিদা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিশ্বে প্রাকৃতিক রাবারের শীর্ষ ব্যবহারকারী দেশ চীন। দেশটিতে কিছুটা অর্থনৈতিক পুনরুদ্ধারের খবরে পণ্যটির চাহিদা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কারণে মঙ্গলবার ফিউচার মার্কেটে জাপানি রাবারের দাম বেড়েছে। ১৩ বছরের সর্বোচ্চে পৌঁছেছে পণ্যটির দাম। খবর বিজনেস রেকর্ডার।

ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) মঙ্গলবার জাপানি রাবারের দাম ফেব্রুয়ারির সরবরাহ চুক্তিতে শতাংশ বেড়েছে। প্রতি কেজির মূল্য পৌঁছেছে ৩৮৫ ইয়েনে ( ডলার ৬৬ সেন্ট), যা ২০১১ সালের আগস্টের পর সর্বোচ্চ।

অন্যদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে (এসএইচএফই) জানুয়ারির সরবরাহ চুক্তিতে মঙ্গলবার জাপানি রাবারের দাম ডিলে ৭১৫ ইউয়ান বা দশমিক শূন্য শতাংশ বেড়েছে। টনপ্রতি মূল্য পৌঁছেছে ১৮ হাজার ২১৫ ইউয়ানে ( হাজার ৫৮৮ ডলার ২৪ সেন্ট)

বিষয়ে ভারতীয় বিশ্লেষণ সংস্থা হোয়াট নেক্সট রাবারের প্রধান বিশ্লেষক জোম জেকব বলেন, ‘চীনের দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধার প্রাকৃতিক রাবারের চাহিদা বৃদ্ধিতে অবদান রাখতে পারে বলে মনে হচ্ছে।

এদিকে থাইল্যান্ডের বেঞ্চমার্ক রফতানি গ্রেড স্মোকড রাবার শিট ব্লক রাবারের দাম যথাক্রমে দশমিক ৫৬ দশমিক ৭৪ শতাংশ কমেছে। যথাক্রমে মূল্য নেমেছে ৯১ দশমিক ৪৬ ( ডলার ৭৭ সেন্ট) ৬৭ দশমিক ২৩ বাথে ( ডলার সেন্ট)

আরও