বিশ্ববাজারে মালয়েশীয় পাম অয়েলের দরপতন

বিশ্ববাজারে মঙ্গলবার ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে মালয়েশীয় পাম অয়েলের দাম কমেছে। শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিন ও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দরপতন পণ্যটির দামে

বিশ্ববাজারে মঙ্গলবার ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে মালয়েশীয় পাম অয়েলের দাম কমেছে। শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিন ও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দরপতন পণ্যটির দামে আরো চাপ সৃষ্টি করেছে। খবর বিজনেস রেকর্ডার।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে মঙ্গলবার ডিসেম্বরের সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম ১ দশমিক ৬৬ শতাংশ কমেছে। টনপ্রতি মূল্য নেমেছে ৪ হাজার ২৭২ রিঙ্গিতে (৯৯৬ ডলার ৯৭ সেন্ট)। অন্যদিকে ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) মঙ্গলবার পাম অয়েলের দাম আগের দিনের তুলনায় ২ দশমিক ৫১ শতাংশ বেড়েছে। পাম অয়েলের দাম বিশ্ববাজারে অন্যান্য ভোজ্যতেলের দামের ভিত্তিতে নির্ধারণ হয়। ডিসিইতে গত মঙ্গলবার সয়াবিনের দাম আগের দিনের তুলনায় দশমিক ৮১ শতাংশ বেড়েছে। তবে সিবিওটিতে পণ্যটির দাম কমেছে ২ দশমিক ২ শতাংশ।

এদিকে মঙ্গলবার একটি শিল্প সম্মেলনে সিনিয়র বিশ্লেষক ডেভিড মিয়েলকে জানান, অয়েল ওয়ার্ল্ডের অনুমান অনুযায়ী, ২০২৪-২৫ মৌসুমে বিশ্বব্যাপী পাম অয়েল উৎপাদন ২৩ লাখ টন বাড়তে পারে। গ্লেনকুর ইকোনমিকসের এক পূর্বাভাসে জানা যায়, মালয়েশিয়ায় চলতি বছর পাম অয়েল উৎপাদন ১ কোটি ৯৪ লাখ টনে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে।

আরও