গতকাল বিকালে আনুষ্ঠানিকভাবে শিল্প ও ক্যাপটিভের নতুর সংযোগের ক্ষেত্রে গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিএসইসি)। তবে এদিন সকাল থেকেই গ্যাসের দাম বাড়ানো হতে পারে বলে গুঞ্জন চলছিল। এর প্রভাবে গতকাল দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। মূলত উৎপাদন খাতের কোম্পানিগুলোর শেয়ারের দরপতনের প্রভাবে পুঁজিবাজারের সূচক পয়েন্ট হারিয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর প্রথম ঘণ্টায় ইতিবাচক অবস্থানে ছিল সূচক। তবে এর পর থেকেই শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে থাকে সূচক। গতকাল দিন শেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ৩৬ পয়েন্ট কমে ৫ হাজার ১৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৯১২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস শরিয়াহ সূচক গতকাল ৭ পয়েন্ট কমে ১ হাজার ১৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার।
বাজার বিশ্লেষকেরা বলছেন, শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানো হলে উৎপাদন খাতের তালিকাভুক্ত কোম্পানিগুলোর ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়তে পারে এমন শঙ্কার কারণে গতকাল লেনদেনের শুরুতেই বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা দেখা গেছে। পাশাপাশি ব্যাংক খাতের শেয়ারদর সংশোধনের কারণেও সূচক পয়েন্ট হারিয়েছে।
ডিএসইতে গতকাল ৪১৪ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫৪০ কোটি টাকা। একদিনের ব্যবধানে লেনদেন কমেছে ২৩ শতাংশ। এদিন লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৭৯টির, কমেছে ২৭০টির আর অপরিবর্তিত ছিল ৪৮টির বাজারদর।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক ৪ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১১ দশমিক ৩ শতাংশ দখলে নিয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। ১০ দশমিক ৩ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত। ব্যাংক খাত ৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল। পঞ্চম অবস্থানে থাকা বিবিধ খাতের দখলে ছিল লেনদেনের ৮ দশমিক ৮ শতাংশ।
গতকাল ডিএসইতে খাতভিত্তিক রিটার্নের ক্ষেত্রে সিমেন্ট খাতে ২ দশমিক ৫ শতাংশ, পাট খাতে দশমিক ৫ এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতে দশমিক ৩ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে এদিন সিরামিক খাতে ৩ দশমিক ৩ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ২ দশমিক ২, জীবন বীমা খাতে ২ ও বস্ত্র খাতে ১ দশমিক ৫ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে।
দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ২৫ পয়েন্ট কমে ৮ হাজার ৮০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ৩৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ১১৯টির আর অপরিবর্তিত ছিল ২০টির বাজারদর। গতকাল সিএসইতে ১৫ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৬ কোটি টাকা।