জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক

যুক্তরাষ্ট্রে নতুন গাড়ি বিক্রি কমার পূর্বাভাস

যুক্তরাষ্ট্রে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের বছরের একই সময়ের তুলনায় নতুন গাড়ি বিক্রি কমে যেতে পারে।

যুক্তরাষ্ট্রে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের বছরের একই সময়ের তুলনায় নতুন গাড়ি বিক্রি কমে যেতে পারে। রাজনৈতিক অস্থিরতা, বাড়তি সুদহার দামের কারণে দেশটির গাড়ি বাজার নিয়ে পূর্বাভাস দেয়া হয়েছে। খবর সিএনবিসি।

খাতসংশ্লিষ্ট কক্স অটোমোটিভ অ্যাডমুন্ডস ডটকম জানিয়েছে, সময় নতুন গাড়ি বিক্রি আগের বছরের তুলনায় শতাংশ কমে ৩৯ লাখে নেমে যেতে পারে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) তুলনায় পরিমাণ শতাংশ কম।

কক্স অটোমোটিভের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ চার্লি চেসব্রাগ বলেন, ‘২০২৪ সালের এখন পর্যন্ত গাড়ির বাজার অস্থিতিশীল। বছরের বাকি সময়েও একই পরিস্থিতি বজায় থাকতে পারে। ক্রয়ক্ষমতা কমে যাওয়াই সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। তবে এর উন্নতি হচ্ছে। ফলে আমরা খাত নিয়ে আশাবাদী হতে পারি। 

যুক্তরাষ্ট্রে চলতি বছর মোট কোটি ৫৭ লাখ হালকা গাড়ি বিক্রির পূর্বাভাস দিয়েছে কক্স অটোমোটিভ অ্যাডমুন্ডস ডটকম। অ্যাডমুন্ডস বছরের শুরু থেকে পূর্বাভাস দিয়ে আসছে। অন্যদিকে কক্স অটোমোটিভ বছরের শুরুতে কোটি ৬০ লাখ গাড়ির বিক্রির পূর্বাভাস দিলেও পরে তা সংশোধন করেছে।  

অ্যাডমুন্ডসের হেড অব ইনসাইট জেসিকা ক্যাডওয়েল বলেন, ‘গাড়ির বর্তমান দাম অনেক ভোক্তার নাগালের বেশ বাইরে। ফলে গাড়ি ক্রেতার সংখ্যা সীমিত হয়ে গেছে। এখন গাড়ি কেনা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ক্রেতারা নতুন গাড়ির জন্য গড়ে ৪০ হাজার ডলার পর্যন্ত ধার করছেন। ফলে ক্রয় সীমিত হয়ে পড়ছে।

আরও