দেশে পাইপলাইনে এবার ডিজেল পরিবহন শুরু

সাগরের তলদেশ দিয়ে স্থাপন করা জ্বালানি তেলের পাইপলাইন দিয়ে গতকাল প্রথমবারের মতো ডিজেল পরিবহন শুরু হয়েছে।

সাগরের তলদেশ দিয়ে স্থাপন করা জ্বালানি তেলের পাইপলাইন দিয়ে গতকাল প্রথমবারের মতো ডিজেল পরিবহন শুরু হয়েছে। এর আগে গত ৩০ নভেম্বর সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পাইপলাইনের মাধ্যমে দেশে আসে ৮২ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল।

গতকাল বিকাল ৩টার কিছু আগে গভীর সমুদ্রে অপেক্ষা করা মাদার ভেসেল এমটি জেগ অপর্ণা থেকে ডিজেল পাম্পিং শুরু হয়। গত ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ এসপিএম প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) কর্মকর্তারা জানান, সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের (এসপিএম) দুটি লাইনের মাধ্যমে প্রথমবারের মতো সৌদি আরব থেকে ৮২ হাজার টন অ্যারাবিয়ান লাইট অপরিশোধিত জ্বালানি তেল এবং ৬০ হাজার টন ডিজেল আমদানি করা হয়। যার অংশ হিসেবে গত ৩০ নভেম্বর প্রথমবারের মতো পাইপলাইন দিয়ে মহেশখালীতে অপরিশোধিত জ্বালানি তেল পরিবহন শুরু করা হয়।

জ্বালানি তেল পরিবহন শেষ হওয়ার পর গতকাল দুপুরে মাদার ভেসেলে থাকা ৬০ হাজার টন ডিজেল পরিবহন শুরু হয়। ৩৬ ইঞ্চি ব্যাসের দুটি পাইপলাইনের মাধ্যমে সমুদ্রে ভাসমান এই মুরিং থেকে মহেশখালীর স্টোরেজ ট্যাংক টার্মিনালে জ্বালানি পরিবহন করা হচ্ছে।

ডিজেল আনা সম্পন্ন হলে ডিসেম্বরের মধ্যে ইআরএলের ডিপোয় এই দুই ধরনের জ্বালানি আনার পরিকল্পনা রয়েছে। ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান বণিক বার্তাকে বলেন, ‘৩০ নভেম্বর আমরা প্রথমবারের মতো পাইপলাইন দিয়ে অপরিশোধিত জ্বালানি তেল পেতে শুরু করি। জ্বালানি পরিবহনে কোনো ধরনের সমস্যাই দেখা যায়নি। সমস্যা দেখা না যাওয়ায় দ্বিতীয় দফায় আমরা আজ দুপুরে ডিজেল পরিবহন শুরু করি।  মহেশখালীর স্টোরেজ ট্যাংক টার্মিনালে ডিজেল পরিবহন শেষ হতে প্রায় ২৮ ঘণ্টা সময় লাগবে। অপরিশোধিত জ্বালানি তেল ও ডিজেল আমরা মহেশখালীর ডিপোতে মজুদ করেছি।’

ডিসেম্বরের মধ্যে ইআরএলে অপরিশোধিত জ্বালানি তেল এলে সেটা পরিশোধন করে তারপর বিপিসি সেটা বিপণন করবে। তবে ডিজেল পরিশোধিত হওয়ায় ইআরএলে এলে সেখান থেকে বিপিসির বণ্টন নীতি অনুযায়ী বিতরণ করা হবে। ডিসেম্বরের মধ্যে আশা করা হচ্ছে প্রথম দফার সব জ্বালানি মহেশখালী থেকে চট্টগ্রামে আসবে। এ প্রকল্পের মাধ্যমে জ্বালানি তেলের সংকট অনেকটা কমে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরও