২০২৩-২৪ অর্থবছরের শেষ তিন মাস

ভোমরা স্থলবন্দরে জিরা আমদানি বেড়েছে

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে মসলাপণ্য জিরা আমদানি বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরের শেষ তিন মাসে (এপ্রিল-জুন) এ বন্দরে জিরা আমদানি হয়েছে ১ হাজার ২৫০ টন, যা আগের অর্থবছরের শেষ তিন মাসের তুলনায় ২০০ টনের বেশি।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে মসলাপণ্য জিরা আমদানি বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরের শেষ তিন মাসে (এপ্রিল-জুন) এ বন্দরে জিরা আমদানি হয়েছে ১ হাজার ২৫০ টন, যা আগের অর্থবছরের শেষ তিন মাসের তুলনায় ২০০ টনের বেশি। তবে আমদানি বাড়লেও সে অনুপাতে পণ্যটির দাম কমছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, গত অর্থবছরের শেষ তিন মাসে বন্দর দিয়ে ১ হাজার ২৫০ টন জিরা আমদানি হয়েছে, যার মূল্য ৪৯ কোটি ৭৩ লাখ টাকা। অন্যদিকে ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে বন্দরে জিরা আমদানি হয়েছিল ১ হাজার ২২ টন, যার মূল্য ছিল ২০ কোটি ৭৫ লাখ টাকা। এ হিসাবে গত অর্থবছরের শেষ তিন মাসে জিরা আমদানি বেড়েছে ২২৮ টন। প্রসঙ্গত, চলতি অর্থবছরের জুলাইয়ের হিসাব এখনো পাওয়া যায়নি।  

ভোমরা বন্দরের মসলাপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান বণিক বার্তাকে জানান, সম্প্রতি তার প্রতিষ্ঠানে জিরা আমদানি কিছুটা বেড়েছে। তবে জিরার পাশাপাশি অন্যান্য মসলা আমদানি করা গেলে এখানকার ব্যবসায়ীরা লাভবান হতে পারবেন। বর্তমানে উচ্চ করযুক্ত মসলাপণ্যের মধ্যে কেবল জিরা আমদানির অনুমতি রয়েছে। কিন্তু এলাচ, লবঙ্গ, দারচিনিসহ অন্য মসলা আমদানির অনুমতি দিলে ব্যবসায়ীরা লাভবান হতে পারবেন। একই সঙ্গে সরকারের রাজস্ব আয় বাড়ত। 

গতকাল সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের কয়েকটি মসলা বিপণন প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, অধিকাংশ প্রতিষ্ঠানে জিরা পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তবে পণ্যটির দাম ঊর্ধ্বমুখী। এ বাজারের পাইকারি মসলাপণ্য বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স সরদার স্টোরে গতকাল তুরস্কের জিরা ৯৫০ টাকা, সিরিয়ার জিরা ৯০০ ও ভারতীয় জিরা ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

অন্যদিকে মেসার্স সিরাজুল স্টোরে গতকাল প্রতি কেজি তুরস্ক জিরা ৯০০, সিরিয়া ৮৮৫ ও ভারতীয় জিরা ৭০০ টাকা দরে বিক্রি হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আলহাজ সিরাজুল ইসলাম বণিক বার্তাকে জানান, ডলারের দাম অব্যাহতভাবে বাড়ার কারণে আমদানি খরচ বেড়েছে। ফলে সব ধরনের জিরার দাম বাড়তির দিকে। তবে আমদানি খরচ কমলে পাইকারিতে দাম কমে আসবে বলে জানান তিনি।

আরও