চিলির শীর্ষ খনিগুলো থেকে অক্টোবরে তামার উত্তোলন বেড়েছে

গেল অক্টোবরে চিলিতে সরকারবিরোধী বিক্ষোভ তীব্র হয়। এমনকি একপর্যায়ে এ বিক্ষোভ সহিংস রূপ ধারণ করে। বিক্ষোভের মুখে মন্ত্রিসভা ভেঙে দিতে বাধ্য হয় সরকার।

গেল অক্টোবরে চিলিতে সরকারবিরোধী বিক্ষোভ তীব্র হয় এমনকি একপর্যায়ে বিক্ষোভ সহিংস রূপ ধারণ করে বিক্ষোভের মুখে মন্ত্রিসভা ভেঙে দিতে বাধ্য হয় সরকার তবে এর মধ্যে সময় দেশটির শীর্ষ তামা খনিগুলো থেকে উত্তোলন বেড়েছে দেশটির কপার কমিশনের পক্ষ থেকে সম্প্রতি তথ্য জানানো হয়েছে খবর রয়র্টাস

কমিশনের দেয়া তথ্য অনুযায়ী, দেশটির শীর্ষ তামা খনি কোডেলকো থেকে অক্টোবরে তামার উত্তোলন গত বছরের একই সময়ের তুলনায় দশমিক শতাংশ বেড়েছে গত বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির উত্তোলন ছিল লাখ ৫৪ হাজার ৫০০ টন

এছাড়া বিশ্বের সর্ববৃহৎ তামা খনি এস্কোন্ডিডা থেকে সময় উত্তোলন বেড়েছে ১২ দশমিক শতাংশ সময় খনি থেকে মোট লাখ হাজার ১০০ টনের মতো তামা উত্তোলন করা হয়

কপার কমিশনের তথ্য বলছে, অক্টোবরে উত্তোলন বেড়েছে চিলির উত্তরাঞ্চলীয় এলাকায় অবস্থিত কোলাহুয়াসি খনি থেকেও সময় খনিটির উত্তোলন গত বছরের একই সময়ের তুলনায় দশমিক শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৯০০ টনে

আরও